adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বললেন- ফকিরি হালতে’ ঢাকা চলচ্চিত্র উৎসব

image-16311বিনােদন ডেস্ক : ১২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের দ্বিতীয় দিন গতকাল প্রদর্শন করার কথা ছিল দেশীয় চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। কিন্তু উৎসব থেকে প্রত্যাহার করে নেয়া হয় ছবিটি। ছবির পরিচালক জানান, দুর্বল প্রোজেকশন সিস্টেমের কারণে ছবিটি প্রদর্শনী থেকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের সমলোচনা করেছেন দেশের নন্দিত সিনেমা নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী।তিনি এই উৎসবকে ফকিরি হালতের আয়োজন বলেছেন।

ফেসবুকে একটি দীর্ঘ স্টাটাস দিয়ে ফারুকী এমন মন্তব্য করেন।

ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘ডিপ্রাইভড চাইল্ডের সহানুভুতি নিয়ে ফিল্ম ফেস্টিভাল চালানোর দিন শেষ । থাক, তবু তো কোনো রকমে একটা আয়োজন করছে, এই অ্যাটিটিউড এই যুগে অচল।’

ফারুকী আরও লিখেছেন, ‘মেধা, মনন, আর সক্ষমতায় বাংলাদেশ এখন আর পিছিয়ে নাই। সুবিধাবঞ্চিত কোটা নিয়ে আমরা এখন আর দুনিয়ার বুকে চলি না। আমাদের ফিল্ম ফেস্টিভালকেও এখন সেই ভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে। পাড়ার মোড়ের প্রজেকশন সিস্টেম, ফকিরি হালতের আয়োজন, লোকাল ফিল্ম কমিউনিটি এবং অডিয়েন্সের সাথে কোনো রকম কার্যকর সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হওয়া, প্রোগ্রামিং ভিশনের কোনো স্পষ্ট উপস্থিতি না থাকা, এই রকম এক শত অভিযোগ করা যাবে আমাদের ফিল্ম ফেস্টিভাল নিয়ে।’

ফারুকীর ভাষ্য,‘কালকে বিজন ইমতিয়াজের ছবি নিয়ে যেটা হলো সেটা চুড়ান্ত রকম অবহেলা । ফেস্টিভাল কর্তৃপক্ষ বাজে প্রজেকশনের অভিযোগের জবাবে প্রজেকশন ঠিক না করে যেভাবে দেখালে দেখান, না দেখালে খোদা হাফেজ অ্যাটিটিউড দেখিয়েছে এটা অত্যন্ত গর্হিত অপরাধ। ফিল্ম মেকারের প্রতি অশ্রদ্ধা, দর্শকের প্রতি অবজ্ঞা, এবং ফেস্টিভালের স্পিরিট বিরোধী। বাংলাদেশ এখন ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আলোচিত হচ্ছে ফেস্টিভাল সার্কিটে। এখনই সময় এই আগ্রহকে কাজে লাগিয়ে একটা সত্যিকারের আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভাল আয়োজন করা।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া