adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমি অপেক্ষায় আছি, কবে খালেদা জিয়া জেলে যাবেন

ershad_rangpur_36240_1483969336ডেস্ক রিপাের্ট : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বিএনপি আমলে তার মামলায় সরকারি হস্তক্ষেপে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, খালেদা জিয়া কবে জেলে যাবেন এখন সেই অপেক্ষায় আছি।

৯ জানুয়ারি সোমবার রংপুরে নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মামলা সংক্রান্ত বিষয়ে এক প্রশ্নে এইচএম এরশাদ বলেন, 'আমার নামে সব মিথ্যা মামলা দেয়া হয়েছে। বিএনপি সরকারের আমলে জজ সাহেবরা আমার শাস্তি দিতে চাননি বলে তাদেরকে স্ট্যান্ড রিলিজ পর্যন্ত করা হয়েছিল। এখন খালেদা জিয়া দেখছি আদালতে যান। তিনি কবে জেলে যাবেন সেই অপেক্ষায় আছি।'

তিনি বলেন, 'বিএনপির অবস্থা এখন করুন। তাদের টিকে থাকাটাই দায়। তাদের এখন দূরাবস্থা বিরাজ করছে। মামলায় বেসামাল হয়ে বিএনপি এখন মাথা তুলে দাঁড়াতে পারছে না।'

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, 'বিএনপি সংসদ নিয়ে যে সব কথা বলছে তা পুরনো কথা। এসব কথায় আর জনগণ কান দেয় না।'

এসময় তিনি বলেন, 'নির্বাচন কমিশন গঠন প্রশ্নে আমরা বলেছি- এ জন্য আইন প্রণয়ন করতে হবে। যতক্ষণ আইন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যা বলবেন তা জাতীয় পার্টি সমর্থন করলে সেটাই হবে। এখানে আর কারো কথা বলে লাভ নেই। তাই বিএনপি যাই বলুক কোনো লাভ হবে না।'

গাইবান্ধায় আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন খুনের ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত অখ্যায়িত করে তিনি বলেন, 'খুনের ঘটনাটি খুবই উদ্বেগজনক। সরকার এই উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে।'

ওই ঘটনার পর সংসদ সদস্যদের নিরাপত্তার বিষয়ে পুলিশ প্রটোকল সম্পর্কে যে দাবি ওঠেছে সে প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, 'একজন নির্বাচিত জনপ্রতিনিধি যদি পুলিশ প্রটোকলে চলাচল করেন, তাহলে জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে। তারা জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন।'

তিনি বলেন, 'আমরা জনপ্রতিনিধিরা যদি নিরাপত্তা চাই, তাহলে আমাদের জনপ্রতিনিধি হওয়া উচিত নয়। জনপ্রতিনিধিদের নিরাপত্তা দেবে জনগণ। তারা তো জনগণের জন্য কাজ করে। তাদের জনগণের বন্ধু হতে হবে।'

জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা তুলে ধরে এইচএম এরশাদ বলেন, 'আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সাংগঠনিক অবস্থা ভালো। যদি নির্বাচন সুষ্ঠু হয় জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।'

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, রংপুর জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাপার সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে য়ৈসদপুরে অবতরণ করে সড়ক পথে সার্কিট হাউসে পৌঁছেন এরশাদ। তিনি রংপুরে তিন দিনের সফরে এসেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া