adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নয়াপল্টন বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, সঙ্গে জলকামান

policeনিজস্ব প্রতিবেদক : বিএনপি তার সমাবেশের অনুমতি শেষ পর্যন্ত পাবে কি না-সে প্রশ্নের সুরাহা হওয়ার আগেই সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়কে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। অস্ত্রধারী পুলিশ সব প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে কার্যালয়ের সামনে।

কার্যালয়ের ডান দিকে জলকামান, আর্মার্ড কারসহ পুলিশের বেশ কয়েকটি গাড়ি রাখা হয়েছে। কার্যালয়ের ভেতরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন কর্মী আছেন।

সকাল থেকে বিএনপির কার্যালয়ের অভিমুখে কোনো নেতা বা কর্মীকে আসতে দেখা যায়নি।

ঘটনাস্থলে আছেন পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম শিবলী নোমান। সেখানে পুলিশের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপি আজকের সমাবেশের অনুমতি পায়নি। তারপরও আমাদের কাছে খবর ছিল তারা জোরজবরদস্তি করে এখানে সমাবেশ করতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।’

এই পুলিশ কর্মকর্তা জানান, নয়াপল্টন থেকে দুই জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী বলেন, ‘বিএনপির আজকের ঘোষিত সমাবেশকে ঘিরে যেন কোনো নাশকতা না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

দশম সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৫ জানুয়ারিকে বিএনপি পালন করে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে। ২০১৪ সালের এই দিনে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের মুখে ভোট করে টানা দ্বিতীয় বার ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিএনপি বলছে, তাদের বর্জনের কারণে বেশিরভাগ ভোটার এই নির্বাচনে ভোট দেননি। তাই বর্তমান সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

২০১৫ সালে দশম সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তির দিনটি ছিল ঝঞ্ঝাবিক্ষুব্ধ। সেদিন রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সেদিন তার কার্যালয়ের অবরুদ্ধ করে রাখে পুলিশ। পরে সন্ধ্যায় তিনি সরকার পতন না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা দেন।

পরের বছর বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। তবে এবার বিএনপি ৫ জানুয়ারি রাজধানীতে কোনো কর্মসূচি না দিয়ে জেলায় জেলায় কালোপতাকা মিছিলের কর্মসূচি দেয়। আর রাজধানীতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ডাক দেয়া হয় ৭ জানুয়ারি শনিবার।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, তিন বছর আগের ৫ জানুয়ারিতে গণতন্ত্রের বিজয় হয়েছিল। তারা এই দিনটিকে পালন করে এই দিবস হিসেবে। এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে দেশবাসী পালন করতে দেবে না-এমন ঘোষণা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আর পুলিশ বা ক্ষমতাসীন দলের বাঁধায় বিভিন্ন জেলায় কালোপতাকা মিছিল করতে পারেনি বিএনপি।

একইভাবে ৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা আসে আওয়ামী লীগের ৫ জানুয়ারির সমাবেশ থেকে।

আগের দিন শুক্রবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সোহরাওয়ার্দী উদ্যান না হলে তারা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া