adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অসুস্থ মাকে নিয়ে চিন্তিত তাসকিনকে ভালাে খেলতে বাবার আদেশ

taskin-maaস্পাের্টস ডেস্ক : সময় কতো দ্রুত ছোটে! দেখতে দেখতে বাংলাদেশ দলের হয়ে তিনি খেলে ফেলেছেন প্রায় তিন বছর। তবে এখনো টেস্ট অভিষেক হয়নি। সেই আক্ষেপটা এবার পূরণ হতে চলছে তাসকিন আহমেদের। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টেই মাঠে দেখা যেতে পারে তাকে। ছেলের এমন খবরে খুশি বাবা এম, এ রশিদ মনু। ঠিক একই সময়ে ঢাকায় স্ত্রী সাবিনা ইয়াসমিনের পাশে হাসপাতালে রয়েছেন তিনি। আর তাসকিন নিউজিল্যান্ড থেকে মায়ের সুস্থ্যতার জন্য দোয়া চাইছেন। তার মায়ের শরীরে অবশ্য জটিল কোনো সমস্যা ধরা পড়েনি। সাধারণ একটা সার্জারি করাতে হয়েছে শনিবার দুপুরে। পরিবর্তন ডটকমকে এমনটাই জানিয়েছেন তাসকিনের বাবা।

এম এ রশিদ মনু জানিয়েছেন, ‘আসলে তেমন জটিল কোনো সমস্যা নেই ওর মায়ের। সাধারণ একটা অপারেশন করাতে হয়েছে। কিছুক্ষণ আগেই ওটি থেকে বের করা হয়েছে। আল্লাহর রহমতে ভালো আছেন ওর মা। সবাই দোয়া করবেন।’

এদিকে তাসকিন তার ভেরিফাইড ফেসবুক পেজে মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ছেলের কপালে চুমু এঁকে দিচ্ছেন মা, এমন একটি ছবি পোস্ট করে তাসকিন লিখেছেন, ‘আম্মুর জন্য সবাই দোয়া করবেন, আজ সার্জারি হচ্ছে। কিন্তু আমি পাশে নেই। খুব মিস করছি মাকে।’

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের জন্য রোমাঞ্চিত তাসকিন। নিজেকে আরো প্রস্তুত করছেন। ক্রিকেটের সবচেয়ে মর্যাদার খেলা টেস্ট। ২৩ ওয়ানডেতে ৩৪ ও ১৩ টি-টুয়েন্টিতে ৯ উইকেট নেওয়া ২১ বছরের সেনসেশনাল বোলার সেই মাহেন্দ্রক্ষণের কাছাকাছি। ১২ জানুয়ারি শুরু প্রথম টেস্ট।

সাদা পোশাকে ছেলের অভিষেক হতে যাচ্ছে এবার। তা প্রায় নিশ্চিত। গর্বিত বাবা এম এ রশিদ মনু ছেলের সাফল্যের জন্য হাত তুলেছেন, ‘এটা তো খুশির খবর। অবশ্যই ভালো লাগছে। আরো ভালো লাগবে, ও যদি ভালো করতে পারে। সবাই ওর জন্য দোয়া করবেন।’ ছেলেকে এখন সব চিন্তা দূরে ঠেলে দেশের খেলার কথাই ভাবার আদেশই দিলেন বাবা।

এর সাথে তাসকিনের বাবা টেস্ট খেলার গুরুত্বটাও তুলে ধরছেন, ‘আসলে ক্রিকেট এমন একটা খেলা, যেখানে টেস্টটাই আসল। একজন ক্রিকেটার এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকে। তেমন ছিল তাসকিনও। এবার হয়তো ওর আশাটা পূরণ হবে। আশা করি ভালো কিছুই করতে পারবে ও।’

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে তিন ম্যাচই খেলেছেন তাসকিন। নিয়েছিলেন ৪ উইকেট। টেস্ট খেলবেন বলেই সম্ভবত প্রথম দুই টি-টুয়েন্টি খেলোনো হয়নি তাকে। তবে রোববার সিরিজের শেষ টি-টুয়েন্টিতে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলবেন এই স্পিডস্টার।

তাসকিনের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে হতাশ নন বাবা এম এ রশিদ মনু। তিনি বললেন, ‘মোটামুটি ভালোই করেছে। বলতে পারেন প্রথম দিকে ভালো করলেও শেষটা ধরে রাখতে পারেনি ও। আশা করি সিরিজে বাকি ম্যাচ গুলোতে ভালো করবে।’ তিনি আরো বলেন, ‘দেখুন নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের ক্রিকেটারদের জন্য ভিন্ন। সেখানে রয়েছে বাড়তি চ্যালেঞ্জ। কিন্তু সবাই যে একবারে খারাপ করছে, তা কিন্তু নয়। হয়তো ম্যাচের ফলাফল আমাদের ছেলেদের পক্ষে আসছে না। আশা করি পরবর্তী ম্যাচ থেকে ভালো কিছু করবে ওরা।’

২০১৪ সালের জুনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল তাসকিন। সেটি ছিল ঢাকার ওয়ানডে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই চমক কি টেস্টেও দেখাবেন তাসকিন? জবাবটা খুব কাছে হয়তো। পরিবর্তনডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া