adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালো খেলার লক্ষ্যে বাংলাদেশ আজ নিউজিল্যান্ডের মুখোমুখি

eef4e73505680f479475c67d3b5abf3e-shakibক্রীড়া প্রতিবেদক :  নতুন বছরে নতুন উদ্যেমে আজ টি-২০ সিরিজে নিউজিল্যান্ডের মোকাবিলায় নামছে মাশরাফিরা। বাংলাদেশ সময় দুপুর ১২টায় নেপিয়ারে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশের কৃতিত্ব থাকলেও টি-২০তে কিউইদের বিরুদ্ধে জয়ের কোনো রেকর্ড নেই। এই দলটির বিরুদ্ধে চারটি ম্যাচ   খেলে সবকটিতে হেরেছে বাংলাদেশ। প্রশ্ন থেকেই যায়, এবার টি-২০ সিরিজে কেমন করবে লাল-সবুজের দল। সিরিজ জিতবে, নাকি একটি ম্যাচ জিতবে, নাকি ওয়ানডের মতো ‘হোয়াইটওয়াশ’ হবে। তবে মাশরাফি-সাকিবদের পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ দলের অন্তত পারফর্ম দেখতে চায় দেশবাসী। ওয়ানডে সিরিজের মতো হারের আগে হার দেখতে চায় না।

যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা জানেন, টি-২০তে নিউজিল্যান্ড কতটা চকচকে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়ের ভাবনাটা দূরে সরিয়ে রাখলেও লড়াইতো দেখতে চায় সবাই। তবে সাকিব আল হাসানও বলেছেন লড়াইয়ের কথা। পাশাপাশি ঘুরে দাঁড়ানোর কথাও বলেছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ড টি-২০তে বেশি শক্তিশালী। নিজেদের দেশে খেলা ৩০টি ম্যাচের মধ্যে ১৯টিতে জয় তাদের। শেষ তিন বছরে টি-২০ সাফল্য আরও দুর্দান্ত। এই সময়ে তারা ঘরের মাঠে মাত্র একটি ম্যাচ হেরেছে। এমন একটি দলের সঙ্গে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়ে আসার পর লড়াইয়ে নামছে বাংলাদেশ। লাল-সবুজের দেশ কখনো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলেনি। জিম্বাবুয়ের বিপক্ষে একবার চার ম্যাচের সিরিজ খেলার অভিজ্ঞতাই সম্বল।

বাংলাদেশের সঙ্গে কিউইদের সর্বশেষ দেখা হয় টি-২০ বিশ্বকাপে। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ওই ম্যাচে ৭৫ রানে হারতে হয় মাশরাফিদের। মুস্তাফিজ ৫ উইকেট নিয়েও সেদিন ম্যাচ জেতাতে পারেননি। টি-২০তে নিউজিল্যান্ডের মাঠে একবার সাক্ষাৎ হয় টাইগারদের। সেটা ২০১০ সালের কথা। হ্যামিল্টনের ওই ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হার মানে সাকিব-মুশফিকরা। সেদিন বাংলাদেশকে ৭৮ রানেই ইনিংস খতম করে দিয়েছিল নিউজিল্যান্ড।

বাংলাদেশ দল (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক, নুরুল হাসান, মাশরাফি বিন মোর্তুজা, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া