adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখন স্বপ্ন চলবে আপনার কথায়!

ibandডেস্ক রিপাের্ট : আপনি হয়তো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন আপনার সবচেয়ে পছন্দের মানুষটি আপনাকে প্রপোজ করছে। আপনি তো আনন্দে আট খানা। এরই মধ্যে আপনার স্বপ্ন গেল ভেঙে। আপনি দেখলেন আপনি আপনার বিছানায় শুয়ে আছেন। তখন কতটা না বিরক্তি আপনার মাথায় আসবে।
 
কিন্তু প্রযুক্তির কল্যাণে এমনটি আর হবে না। আপনি আপনার স্বপ্নকে এখন থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন নিজের মনের মতো করে। ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকলে তাও নিজের ইচ্ছায় সেই স্বপ্ন ভাঙতে পারবেন আবার রোমান্টিক কিংবা আপনার পছন্দের কোনো কিছুর স্বপ্ন দেখলে তাও নিজের ইচ্ছা অনুযায়ী চালিয়ে যেতে পারবেন। এমনই এক প্রযুক্তির হেডব্যান্ড তৈরি করেছে নেদারল্যান্ডের প্রতিষ্ঠান আইব্যান্ড প্লাস।
 
প্রস্তুতকারকরা জানান, ব্যান্ডটিতে ইইজি সেন্সর যুক্ত করা হয়েছে, যা পরিধানকারীর ঘুমের সময় নড়াচড়া, হৃদপিন্ডের স্পন্দনের হার ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে শুরু করবে। এসব তথ্য ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের অ্যাপে অ্যানালাইজ করার পর, এসব তথ্য কাজে লাগিয়ে ব্যান্ডটি বিশেষ অডিও-ভিজুয়্যাল সংকেত তৈরি করবে, যা নির্মল স্বপ্ন নিশ্চিত করবে। ব্যান্ডের সঙ্গে যুক্ত লাইট ইফেক্ট ও স্পিকারের সাহায্যেই এই বিশেষ অডিও-ভিজুয়্যাল স্টিমুরি তৈরি করা হবে।
 
মানুষের ঘুমের সময় তথ্য সংগ্রহের পুরো প্রক্রিয়াটিকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়টিকে বলা হচ্ছে র‌্যাপিড আই মুভমেন্ট’ (আরইএম) এবং দ্বিতীয়টি হচ্ছে ‘নন-র‌্যাপিড আই মুভমেন্ট’ (এনআরইএম)। সাধারণত, মানুষের স্মরণে থাকা স্বপ্নগুলো আরইএম পর্যায়ে সংঘটিত হয়। আর এনআরইএম পর্যায়ে যে কোনো সময় মানুষের ঘুম ভেঙে যেতে পারে। আরইএম স্তরে মানুষের হাত ও পায়ের পেশী সাময়িকভাবে অসার হয়ে পড়ে। এই অবস্থা স্বপ্ন থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে স্নায়ুতান্ত্রিক বাধার সৃষ্টি করে। এই আরইএম পর্যায়কে নিয়ন্ত্রণের জন্যই আইব্যান্ড প্লাস তৈরি করা হয়েছে।
 
আইব্যান্ড প্লাস হেডব্যান্ড বাজারে নিয়ে আসার জন্য কিকস্ট্যার্টার এর মাধ্যমে তহবিল সংগ্রহ করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এ বছরের জুলাইয়ে বাজারে আসবে অভিনব এই হেডব্যান্ড। দাম হতে পারে ৩১২ ডলার।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া