adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংসদ লিটন হত্যাকারীদের ধরতে অভিযানে পুলিশ

b-b-b-bনিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলাম লিটনের খুনিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। পুরো গাইবান্ধায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

৩১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জে নিজ বাসায় গুলিবিদ্ধ হওয়ার পর রংপুর মেডিকেলে মারা যান সাংসদ লিটন। এরপরেই ঘাতকদের ধরতে বিশেষ অভিযানে নামে পুলিশ।

অভিযানের কথা জানিয়ে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশারাফুল ইসলাম জানান, ‘ঘাতকদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুরো গাইবান্ধায় বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ নেয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই সব কিছু বলা সম্ভব না। আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। তথ্য সংগ্রহ করছি। সব কিছু মাথায় নিয়েই আমরা এগোচ্ছি।’

এদিকে ঘাতকদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুনিদের গ্রেপ্তারে বিক্ষোভ হয়েছে গাইবান্ধার বিভিন্ন জায়গায়।

স্থানীয় পুলিশ সূত্র বলছে, সাংসদকে কারা গুলি করেছে সেটি এখনই বলা সম্ভব না। জঙ্গি, জামায়াত-শিবির বা ব্যক্তিগত শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে কিনা এসব বিষয় মাথায় নিয়েই কাজ করা হচ্ছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, স্থানীয় জামায়াত-শিবিরের বিরুদ্ধে এমপি লিটনের কঠোর অবস্থান ছিল। এই হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে।

তবে সাংসদ লিটনকে যেভাবে গুলি করা হয়েছে সেই স্টাইলের সঙ্গে জঙ্গিদের হামলা মিল রয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি বলছে, জঙ্গিরা যেভাবে সংঘবদ্ধ হয়ে মোটরসাইকেলে হেলমেট পড়ে কাছ থেকে গুলি করে, সেভাবেই লিটনের ওপর হামলা করা হয়েছে। এসব কিছু মাথায় রেখেই সামনে এগোচ্ছে পুলিশ।

গত বছর রংপুরের কাউনিয়ায় জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা, ঢাকায় কূটনীতিকপাড়ায় ইতালির নাগরিক তাভেল্লা সিজারসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে মোটরসাইকেল ব্যবহার করেছিল দুর্বৃত্তরা। প্রতিটি হত্যাকাণ্ডের ধরন প্রায় একই ছিল। এ কারণে সাংসদ লিটন হত্যায় পুলিশের সন্দেহের তালিকায় জঙ্গি ইস্যুও রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া