adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিম আউট হলেও ইমরুল-সাব্বিরের ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

NELSON, NEW ZEALAND - DECEMBER 29: Imrul Kayes of Bangladesh bats as wicketkeeper Luke Ronchi of New Zealand looks on during the second One Day International match between New Zealand and New Zealand and Bangladesh at Saxton Field on December 29, 2016 in Nelson, New Zealand.  (Photo by Martin Hunter/Getty Images)ক্রীড়া প্রতিবেদক : তিন ম্যাচ সিরিজে সমতায় ফেরার লক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগাচ্ছে ইমরুল কায়েস ও সাব্বির রহমানের জুটি। দলীয় ৩০ রানের মাথায় ওপেনার তামিম ইকবাল ফিরে যাওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে অর্ধশতক রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান। ৭১ বল খেলে ৫০ রানের জুটি গড়েন তারা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। ইমরুল কায়েস ৪৩ ও সাব্বির রহমান ৩৬ রানে ব্যাট করছেন।

এর আগে টিম সাউদির করা ইনিংসের ৭ম ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ১৬ রান করেন তামিম ইকবাল। 

টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে স্বাগতিকরা। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের হ্যাগলি ওভালে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা।

ম্যাচের প্রথম ওভারেই আঘাত হানেন মাশরাফি। মার্টিন গাপটিলকে ০ রানে ফেরান টাইগার অধিনায়ক। এর পর আঘাত হানেন টাইগার পেসার তাসকিন আহমেদ। নিজের ২য় ওভারে নিউজিল্যান্ড অধিনায়ককে ফেরান তিনি। ফেরার আগে ৩৪ বলে ১৪ রান করেন উইলিয়ামসন। এর পরেই সাকিবের প্রথম শিকার হন টম লাথাম। লাথাম ৩৪ বলে ২২ রান করেন। ২৩তম ওভারে মোসাদ্দেক হোসেনের বলে আউট হন নিশাম।

২৬তম ওভারেই ট্যাম্প ভেঙ্গে ফেলেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি। দলীয় ১০৭ রানের মাথায় ম্যাশের দ্বিতীয় শিকার হন রনকি। ১৯৮ রানে শুভাশিষের অভিষেক উইকেটে বিদায় নেয় মিচেল সান্টনার। সাকিবের বলে টিম সাউদি যখন বিদায় নেয় নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ২১৪। ব্রুমের সাথে দলকে টেনে তোলার চেষ্টা করেন লোকি ফার্গুসন। ফার্গুসন ফিরে যায় ২২৮ রানে। ইনিংশের শেষ বলে ট্রেন্ট বোল্ট আউট হলে বাংলাদেশের টার্গেট দাড়ায় ২৫২ রানে।

ম্যাচে নিজের প্রথম সেঞ্চুরি করেন নেইল ব্রুম। ১০৭ বলে ১০৯ রানে অপরাজিত থাকে এই ব্যাটসম্যান।

বাংলাদেশের পক্ষে ৪৯ রানে ৩টি উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি। তাসকিন ও সাকিব ২টি করে উইকেট নেন। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত ও শুভাশিষ রায় ১টি করে উইকেট নেন।

প্রসঙ্গত,  সোমবার (২৬ ডিসেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে সিরিজের সমতা আনতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া