adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পানির নিচে পোস্ট অফিস- বছরে চিঠি আসে ১৫০০ (ভিডিও)

postডেস্ক রিপাের্ট : পানির গভীরতা প্রায় সাড়ে ৩০০ ফুট। তার নিচেই পোস্ট অফিস। সেখানেই হয় চিঠির লেনাদেনা। কিন্তু কি করে সম্ভব! ভেবে দেখুন, আপনি যদি কাউকে চিঠি পাঠাতে চান তবে কি সাড়ে ৩০০ ফুট পানি নিচে গিয়ে চিঠি পোস্ট করবেন! আপনার পক্ষে কি আদৌ সেটা করতে পারা সম্ভব!

অবশ্য বছরের পর বছর ধরে সেই অসম্ভবকেই সম্ভবে পরিণত করেছে জাপানবাসীরা। দেশটির ওয়াকাইমার সুসামি শহরের এই ডাকবক্স নাম তুলেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ১৯৯৯ সাল থেকে চিঠি আদান-প্রদান করে চলেছে জলের নিচের এই পোস্ট অফিস।

জানা যায়, জাপানের সুসামি উপসাগরের ১০ মিটার গভীরে এই ডাকবাক্সের অবস্থান। ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মাথায় প্রথম এমন অদ্ভূত বুদ্ধি আসে। ওই বৃদ্ধের নাম তোশিহিকো মাতসুমোতো। সুসামি শহরের তৎকালীন পোস্ট মাস্টার ছিলেন তিনি।

আরও মজার তথ্য হলো, প্রতি বছর প্রায় ১৫০০-র ওপর চিঠি জমা হয় এই বাক্সে। ইয়ামাতানি ডাইভ শপের কোন পেশাদার ডুবুরি নির্দিষ্ট সময়ে তুলে আনেন এইসব চিঠি। এখানেই বিক্রি হয় ওয়াটার-রেজিস্ট্যান্ট পোস্ট কার্ড ও তেলের মার্কার। লোহার মেলবক্সটিতে জং ধরে যায় বলে দু-বছর পরপর এটি বদলানো হয়।

আজব এই পৃথিবীতে প্রায় প্রতিদিনই ঘটে চলেছে নানা আজগুবি কাণ্ড-কাহিনি। পানির নিচে পোস্ট অফিস সেটিও বিস্ময় জাগানিয়া এক কীর্তিই বটে।

https://www.youtube.com/watch?v=Qx5X67VwjiU

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া