adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বাজে ফিল্ডিং-বোলিং ও ছোট-ছোট ভুল’

mashrafiস্পাের্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে সোমবার ৭৭ রানের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। টাইগারদের পরের কয়েকটি টিম মিটিংয়ে এখন হয়তো হারের ময়নাতদন্ত চলবে। সেটির শুরু হয়ে গেল ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেই। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যাতে মেনে নিলেন, সব বিভাগেই দলের বিবর্ণ থাকার কথা। হারের জন্য বাজে ফিল্ডিং-বোলিং আর ছোট-ছোট সব ভুলকেই দায়ী করলেন তিনি।

নিউজিল্যান্ড এসে এমনিতেই বিস্তর ভোগার ইতিহাস আছে সফরকারী দলগুলোর। এশিয়ার দলগুলোর জন্য সেটি আরো কঠিন পরীক্ষার মঞ্চ হয়ে ওঠে। ম্যাচের আগেরদিন মাশরাফি সেটাই মনে করিয়ে দিয়ে বলেছিলেন, বাংলাদেশের জন্যও ব্যতিক্রম কিছু অপেক্ষা করছে না। হার দিয়ে সিরিজ শুরু করায় তাই আকাশ ভেঙে পড়ার মত কিছু ঘটেনি হয়তো! তবে মাশরাফিকে খোঁচাচ্ছে হারের ধরনটা।

ম্যাচে ক্যাচ ফেলেছে মোসাদ্দেক-মাহমুদউল্লাহর মত নির্ভরযোগ্য হাত। পেসাররা শর্ট বল করে প্রতিপক্ষকে ব্যাট চালানোর সুযোগ গড়ে দিয়েছেন। সেসব টেনে মাশরাফি বললেন, 'আমাদের ফিল্ডিং ছিল এলোমেলো। ওদের অনেক দুই-তিন আটকে দিতে পারতাম। ওখানে কিছু রান হাতছাড়া হয়েছে। বোলিংয়ে অনেক শর্ট বল করেছি। বোলিং-ফিল্ডিং ভালো হলে আমরা হয়তো ৩০-৪০টা রান আটকাতে পারতাম। সেক্ষেত্রে ব্যাটিংয়ে আমাদের সুযোগ থাকত। বাড়তি কটা রানই পরে আমাদের ভুগিয়েছে।'

বাংলাদেশ শুরুতে বোলিংই করতে চেয়েছিল। টসে হারায় সেই সুযোগও মেলে। বোলাররাও শুরুতে লাগাম টানতে চেষ্টা করছিলেন। টাইগারদের শর্ট ও লেংথ বলে এরপরই হাত খুলতে থাকেন টম ল্যাথাম-কলিন মুনরোরা। বেশি শর্ট বল করা নিয়ে তাই কথা বলতে হলো অধিনায়ককে।

মাশরাফি বোলিংয়ের এই জায়গাটা মেনে নিয়েই বললেন, 'শর্ট বল একটু বেশিই করে ফেলেছি আমরা। এমন কন্ডিশনে শর্ট বল কার্যকরীও। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের মত কার্যকরভাবে সেটা আমরা করতে পারিনি। ওদের শর্ট বলগুলো যেখানে আমাদের মাথা বরাবর ছিল, আমাদেরগুলো সেখানে ওদের বুক বরাবর। খুব সহজেই ওরা যেগুলো রানে রূপান্তর করেছে।'

বোলিং-ফিল্ডিংয়ের এসব ভুলের সঙ্গে আরো কিছু ছোট-বড়ো ভুলেই ম্যাচে এমন ধরনের হার দেখছেন মাশরাফি। বললেন, 'ছোট ছোট জায়গাগুলো ঠিক করতে পারলে আমরা হয়তো আরেকটু ভালো করতাম। ফিল্ডিংয়ে কিছুটা ভালো করলে বোলাররাও অনুপ্রাণিত হতো। পরে বড় রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট পড়েছে। সবমিলিয়ে সব বিভাগেই কিছু গ্যাপ ছিল আমাদের।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া