adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির অসত্য ও উদ্ভট অভিযোগ -বললেন ওবায়দুল কাদের

obaidul-kader-newনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন নিয়ে বিএনপি বানোয়াট, উদ্ভট ও অসত্য অভিযোগ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
 
২৩ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রাক্তন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
 
মন্ত্রী বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার বিজয় উন্নয়নের বিজয়। আমাদের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তার বিজয়।
 
তিনি বলেন, নারায়ণগঞ্জের যে নির্বাচন হলো এটা একটা মডেল নির্বাচন। এই নির্বাচনের পথ ধরে আগামী জাতীয় নির্বাচনও হবে। আমরা এভাবেই নির্বাচন করতে চাই। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রমাণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।
 
এ সময় ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমদু চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজসহ সহযোগী সংগঠনের নেতারা।
 
এ ছাড়া শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে একটি কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধনের অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মডেল। এ মডেল অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের আগে অনেক উদ্বেগ, উৎকণ্ঠা ছিল। কিন্তু সব উদ্বেগ, উৎকণ্ঠাকে ভুল প্রমাণিত করে জনগণের অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নাসিকে শুধু নৌকার বিজয় হয়নি, গণতন্ত্রেরও বিজয় হয়েছে। তাই এমন একটি নির্বাচন নিয়ে যদি বিএনপি প্রশ্ন তোলে তা হবে হাস্যকর।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া