adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি আরো ছয় দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানালেন

image-12911নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য আরো ছয়টি দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, ইতিমধ্যে ওই ছয় দলের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আমন্ত্রিত ছয় দল হলো বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল রাষ্ট্রপতির আলোচনার আমন্ত্রণপত্র পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, আমন্ত্রণপত্র অনুযায়ী আগামী ৩ জানুয়ারি তারা বঙ্গভবনে যাবেন।

অন্য দলগুলোর মধ্যে ২৭ ডিসেম্বর বিকেলে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩  বিজেপিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানো হয়েছে।

ইসি গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন রাষ্ট্রপতি। প্রথম পর্বে গত রবিবার প্রথম দল হিসেবে আলোচনায় যোগ দেয় বিএনপি। মঙ্গলবার আলোচনা করে এসেছে জাতীয় পার্টি।

এ ছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল  জাসদ ও এলডিপিকে আমন্ত্রণ জানানো হয়েছে প্রথম পর্বে।

পর্যায়ক্রমে অন্যান্য দলসহ ক্ষমতাসীন দলের সঙ্গেও আলোচনা করবেন রাষ্ট্রপতি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া