adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ শেষ হচ্ছে না’গঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা

n-gangনিজস্ব প্রতিবেদক : আজ ২০ ডিসেম্বর মঙ্গলবার মধ্য রাত থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে। এছাড়া নির্বাচনী এলাকায় মোটরসাইকেলসহ যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রথমবার দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের ভোটের জন্য প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন আচরণ বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করার বিধান রয়েছে। সে মোতাবেক ৩২ ঘণ্টা সময় গণনা শুরু হবে মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ১২টা থেকে। তাই রাত ১২টায় সব প্রকার প্রচারণা বন্ধ করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার জানান, মেজর মোস্তফা কামাল পাশার নেতৃত্বে ইতোমধ্যে ২২ প্লাটুন বিজিবি নারায়ণগঞ্জ মহানগর এলাকায় মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পুলিশও কাজ করবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডেই একজন করে ম্যাজিস্ট্রেটও কাজ করছেন।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সিটি কর্পোরেশে ২৭টি ওয়ার্ডে ১৭৪টি কেন্দ্র রয়েছে। ভোটকক্ষ ১ হাজার ৩০৪টি। নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। সিটি কর্পোরেশে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩৯২। এর মধ্যে নারী ২ লাখ ৩৭ হাজার ৮৭৮ এবং পুরুষ ২ লাখ ৪১ হাজার ৫১৪ জন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া