adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে ২ বছরের মধ্যে সর্বোচ্চ সূচক

dse-cseনিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় ২ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। রবিবারের (১৮ ডিসেম্বর) লেনদেনে মূল্যসূচক এ অবস্থানে উঠে এসেছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২.৮৭ পয়েন্ট বেড়ে ৪৯৩৮.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যা প্রায় ২ বছর বা ২০১৫ সালের ১৮ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ।

রবিবার মূল্যসূচক বাড়লেও আর্থিক লেনদেন কমেছে। এদিন ডিএসইতে ৯৭৫ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ২৩ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে ৩২৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৩৫টি কোম্পানির দর কমেছে এবং ৪৩টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বাংলাদেশ বিল্ডিং সিষ্টেমসের শেয়ার। এদিন কোম্পানির ৪৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টের ৩৯ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩২ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, এ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল, একটিভ ফাইন কেমিক্যাল, গোল্ডেন হার্ভেষ্ট অ্যাগ্রো ইন্ডাষ্ট্রিজ, কনফিডেন্স সিমেন্ট ও নাভানা সিএনজি।

রবিবার অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯২১২.৮৪ পয়েন্টে। এদিন সিএসইতে ৫৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১২৭টি’র, কমেছে ১০১টি’র এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টি’র।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া