adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন করা হচ্ছে’

edu-ministryনিজস্ব প্রতিবেদক : দেশে কোচিং বাণিজ্য ও গাইড বই চলবে না জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কোচিং বাণিজ্য ও গাইড বই বন্ধে আইন করা হচ্ছে। আমাদের নতুন শিক্ষা আইনে বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। খুব শিগগিরই এটি মন্ত্রিপরিষদ বৈঠকে উত্থাপন করা হবে।’ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৭ ডিসেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ মাদরাসা শিক্ষা ধারায় নতুন সংযোজন ইন্টার‌্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেক্সটবুক (আইডিএমটি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের ছেলে-মেয়েদের সঙ্গে কাউকে প্রতারণা করতে দেওয়া হবে না জানিয়ে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘পড়াশোনার নামে ব্যবসা-বাণিজ্য করার কোনো সুযোগ নেই। যে সব শিক্ষক স্কুলে না পড়িয়ে বা কোনোরকম পড়িয়ে প্রাইভেট বা কোচিং করার কথা বলে, তাদের চিহ্নিত করা হবে। এমন শিক্ষক আমাদের দরকার নেই। তাদের ছাঁটাই করা হবে। শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হয়েছে এসব ব্যবসা বাণিজ্য করার জন্য নয়।’

নাহিদ বলেন, ‘আমরা দেশে ভালো মানের শিক্ষা চাই। বাণিজ্য নয়। নতুন প্রজন্মকে চাই আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে। যাতে তারা বিশ্বমানের দক্ষতা অর্জন করতে পারে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের পাশাপাশি তাদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে।’

অভিভাবকদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘অনেকে বলেন শিশুদের বই বেশি। প্রথম থেকে তৃতীয় শ্রেণির পাঠ্যবই এক কেজির বেশি নয়। এখন আপনি যদি তার কাঁধে দুই কেজি ওজনের একটি ব্যাগ, এক কেজি নাশতা, এক লিটার পানি দেন তাহলে তো আমাদের কিছু করার নেই। এসব বিষয়ে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।’

মাদরাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েব উল্ল্যা, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভূঞা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, মাদরাসা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাস হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া