adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমারের নাশকতা পরিচালিত হচ্ছে পাকিস্তান থেকে

miyanmar_bdpআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন প্রদেশে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে দেশটির যে রক্তাক্ত সংঘর্ষ চলছে, তাতে নাম জড়াল পাকিস্তানের৷ সেই সঙ্গে রোহিঙ্গা মুসলিমদের উসকানি দিচ্ছে কয়েকজন সৌদি নাগরিকও বলে জানা গেছে৷ এইসব সৌদি নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে রোহিঙ্গা গেরিলা নেতৃত্বের৷ খবর রয়টার্স এর৷

বেলজিয়াম থেকে পরিচালিত ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ রাখাইন প্রদেশের রক্তাক্ত পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে৷ সেখানে তারা দাবি করেছে, মিয়ানমারের সীমান্তরক্ষীদের উপর হামলা চালিয়েছিল রোহিঙ্গাদের গেরিলা সংগঠন হারাক্কা আল ইয়াকিন৷ এই সংগঠনের নেতা হলেন আতাউল্লা৷ সে জন্মসূত্রে একজন পাকিস্তানি নাগরিক৷ করাচিতে এক উদ্বাস্তু রোহিঙ্গা পরিবারে তার জন্ম হয়েছিল৷ পরে আতাউল্লা সৌদি আরবে চলে যায়৷ তার মদতেই রোহিঙ্গা মুসলিমদের সশস্ত্র সংগঠনটি রাখাইন প্রদেশে নাশকতা ঘটাচ্ছে৷

গত ৯ অক্টোবর মিয়ানমার বর্ডার পুলিশের উপর হামলা চালায় রোহিঙ্গারা৷ হামলায় মৃত্যু হয় নয় সীমান্তরক্ষীর৷ পরে হামলার দায় স্বীকার করে  রোহিঙ্গা সশস্ত্র সংগঠন হারাক্কা আল ইয়াকিন ৷ তাদের পাঠানো ভিডিও বার্তা বিশ্লেষণ করে জানা যায়, পাকিস্তান ও সৌদি আরবের বেশ কয়েকজন উগ্র মতাবলম্বী সংগঠনটি পরিচালনা করছে৷

সীমান্তরক্ষীদের উপর হামলার পর থেকেই রক্তাক্ত মিয়ানমারের রাখাইন প্রদেশ৷ রোহিঙ্গাদের রুখতে হেলিকপ্টার থেকে গুলি চালায় মিয়ানমার সেনা৷ তাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়৷ এরপর থেকেই সেনা ও রোহিঙ্গা সংঘর্ষে মায়ানমারের রাখাইন প্রদেশ রক্তাক্ত৷ সীমান্ত পার করে বাংলাদেশের চট্টগ্রামে ঢুকতে চাইছেন রোহিঙ্গারা৷ তাদের ফিরিয়ে দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ৷

রাখাইনের পরিস্থিতি নিয়ে মিয়ানমারের ওপর দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি মুসলিম জনবহুল দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সরকার ক্ষুব্ধ৷ মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে মালয়েশিয়া৷ 

এদিকে হারাক্কা আল ইয়াকিন সংগঠনটি সম্পর্কে রিপোর্ট দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। রিপোর্টে বলা হয়েছে, বিশেষ অ্যাপের সাহায্যে নেতৃত্ব ও লিংক ম্যানদের সঙ্গে যোগাযোগ রাখে সংগঠনটি৷ ২০১২ সালে রাখাইন প্রদেশে রক্তাক্ত গোষ্ঠী সংঘর্ষ হয়৷ এর পরেই তৈরি হয় হারাক্কা আল ইয়াকিন।

এই জঙ্গি সংগঠনটির সদস্যরা মূলত বৌদ্ধ প্রধান মিয়ানমার সরকারের বিরোধী৷ গেরিলা কায়দায় বিভিন্ন সময়ে নাশকতা ঘটিয়ে আসছে তারা৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া