adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে পালিত হচ্ছে মহান বিজয় দিবস

barisal_bijoyডেস্ক রিপাের্ট : বরিশালে যথাযথ মর্যদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে পুলিশ লাইনসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সরকারি কর্মসূচির শুরু হয়।

১২টা ১০ মিনিটে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোকলেছুর রহমানের নেতৃত্বে প্রথম পুস্পস্তবক অর্পন করেন মুক্তিযোদ্ধারা। এরপর সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজের পক্ষে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমসহ একদল নেতাকর্মী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার মো. গাউস, ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, জেলা পরিষদ, জেনারেল হাসপাতাল, দুদুক, পরিবেশ অধিদফতর, পানি উন্নয়ন বোর্ড, জোনাল সেটেলমেন্ট অফিস, গণপূর্ত অধিদফতরের কর্মচারী ইউনিয়ন, মহানগর ছাত্রলীগ পৃথকভাবে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

আজ শুক্রবার নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় বিভাগীয় কমিশনার মো. গাউস বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং সালাম ও অভিবাদন গ্রহণ করেন। পরে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এছাড়া আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিজয় র‌্যালিসহ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বরিশাল নদী বন্দরে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ প্রদর্শন, প্রীতি ফুটবল ম্যাচ, এতিমখানা, হাসপাতাল, শিশু সদন, দুস্থ মহিলা আশ্রয় কেন্দ্রসহ উন্নতমানের খাবার পরিবেশন, বিনামূল্যে শিশু পার্ক প্রদর্শন, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা প্রদর্শনসহ দিনভর নানা আয়োজনে বিজয় দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে বরিশালে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া