adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকার প্রশ্নই আসে না: তারানা

porn-site-taranaডেস্ক রিপাের্ট : বাংলাদেশ থেকে পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করার প্রশ্নই আসে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

প্রতিমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ২১ মিনিটে দেওয়া এক পোস্টে এ কথা জানান।

বাংলাদেশে পর্ন সাইটে প্রবেশকারীদের তালিকা করে প্রকাশ করা হবে-তারানা হালিমকে উদ্ধৃত করে কয়েকটি গণমাধ্যমে এ ধরণের সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ফেসবুকে এর ব্যাখ্যা দেন তিনি।

তারানা হালিম পোস্টে লেখেন, ‘পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার প্রশ্নই আসে না। ব্যক্তিগত তথ্য সুরক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ।’

‘পর্ন সাইটে প্রবেশকারীদের নামের তালিকা করার কোন কথা কখনই বলিনি’ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি হবেও না। টেকনিক্যালিও সম্ভব নয়। মানুষের পরিচয় তথা ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে আমরা বাধ্য ও বদ্ধপরিকর।’

‘কিন্তু দুঃখ এটিই যে, এমন তালিকা করা হবে, এ ধরণের ভিত্তিহীন রটনা পড়ে সত্যাসত্য যাচাই না করেই নিজ নিজ ফেসবুক আইডিতে কিছু কিছু ব্যক্তি নেতিবাচক পোস্ট দিতে শুরু করলেন- ট্রল করা শুরু করলেন। সভ্যতা, ভব্যতার মাত্রাও অতিক্রম করলেন অনেকেই। আমরা হয়তো কোন পদে আছি-কিন্তু তারও আগে আমরা মানুষ। আপনাদের সকলের মতো কষ্ট-দুঃখ, মান-অপমানবোধ আমাদেরও আছে। আমরা ভিন গ্রহের বাসিন্দা নই। রক্ত-মাংসের মানবিক বোধসম্পন্ন আবেগময় মানুষ আমরাও। সেটি কি ভাবেন?’

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আর বলেন, ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা আছে, আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকারও আছে। কিন্তু সত্য না জেনে কাউকে অপমান করার অধিকার যেমন আমার নেই, তেমনি আপনারও নেই।’

তিনি বলেন, ‘সত্য হচ্ছে, আমরা দেশের ভিতরের পর্ন সাইট বন্ধের উদ্দেশ্যে কমিটি করেছি। তারা দেশের ভিতরের পর্ন সাইটগুলোর তালিকা দেবে (কোন ব্যক্তির নয়)। দেশের ভিতরের পর্ন সাইটগুলো বন্ধ করতে আইএসপি ও আইআইজি প্রতিষ্ঠানগুলোও পদক্ষেপ নিবে। যদিও রিপোর্টটি এখনও হাতে পাইনি।’

‘বাইরে থেকে জেনারেটেড বা ইউটিউবে এসব কন্টেন্ট পুরোপুরি ব্লক করা যায় না-যদি সত্তর ভাগও করা যায়, মানুষ উপকৃত হবে’ পোস্টে লেখেন তারানা।

তিনি ফেসবুকে আরও লিখেছেন, ‘আমি কতগুলো কাজের কথা বলেছি, সবই কিন্তু করেছি, করছি। এটাও করতে চাইছি। কারণ একাধিক পত্রিকার খবরে দেখলাম, দেশের জনগোষ্ঠীর একটা অংশ পর্ন-আসক্তির কারণে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। কিন্তু কারো নামের তালিকা প্রকাশের প্রশ্নই আসে না। যারা আমাকে নিয়ে ট্রল করছেন, তাদেরকে অনুরোধ করছি, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান-পর্ন সাইটগুলো নিয়ন্ত্রিত হোক, তা কি আপনারা চান, নাকি চান না? না চাইলে দৃঢ়ভাবে বলুন, চান না।’

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম- এখানে প্রত্যেকেই নিজে নিজ রাজ্যের রাজা। কিন্তু রাজা হলেই জুলুম করা যায় না। কলম থাকলেই সাংবাদিক হওয়া যায় না। দু'একদিন মিছিলে গেলেই রাজনীতিবিদ হওয়া যায় না। জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। আসুন, আমরা মানুষ হই। কাউকে ছোট করে কিছু লেখার আগে শতবার ভাবি। কারণ, মানুষ হওয়াই সবচেয়ে কঠিন কাজ। চলুন, এ কাজটি করি সবার আগে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া