adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অস্কারে অভিনেতা-অভিনেত্রী দুই ক্যাটাগরিতেই মনোনীত তিনি!

kaliবিনােদন ডেস্ক : মহাবিপাকেই পড়েছে বলা যায় অস্কার কর্তৃপক্ষ। অস্কারের ইতিহাসে এমন সমস্যা আগে কখনও পোহাতে হয়নি অ্যাকাডেমিকে।

২০১৭-এর অস্কার নমিনেশনে এমন এক অভিনেতাকে সেরা অভিনয়ের জন্য বাছা হয়েছে যাকে ‘সেরা অভিনেতা’ ও ‘সেরা অভিনেত্রী’— দুই ক্যাটাগরিতেই মনোনীত করতে বাধ্য হয়েছে অ্যাকাডেমি।
কেলি ম্যান্টেল নামের এই অভিনেতা একযোগে মনোনীত হয়েছেন সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে। ‘কনফেশনস অফ আ উওম্যানাইজার’ নামের এক কমেডি ছবিতে তিনি অভিনয় করেছেন এক রূপান্তরকামী যৌনকর্মীর ভূমিকায়। মিগুয়েল আলি পরিচালিত এই ছবিকে সিনেমার ইতিহাসে নতুন নজির হিসেবে বর্ণনা করছেন অনেক সমালোচকই।

ম্যান্টেল জন্মগতভাবে পুরুষ। কিন্তু ১৯৯০-র দশক থেকে তিনি সিনেমা এবং থিয়েটারে নারী-ভূমিকায় অভিনয় করে আসছেন। তার এই কাহিনি মনে পড়িয়ে দিচ্ছে ১৯৮২ সালের ব্লকবাস্টার ছবি ‘টুটসি’-র কথা, যেখানে ডাস্টিন হফম্যান এমনই এক চরিত্রে অভিনয় করেছিলেন। বাঙালি দর্শকের মনে পড়তে পারে ‘খোলা জানলা বন্ধ চোখ’ নাটকে চপলকুমারের অভিনয়ও। দীর্ঘদিন নারী চরিত্রে অভিনয় করতে করতে তার মধ্যে 'নারীসুলভ' অনেক আচরণ বাসা বেঁধেছে। এ কারণে অস্কার কর্তৃপক্ষও তাকে দুই ক্যাটাগরিতেই মনোনীত করেছে। সূত্র: এবেলা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া