adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজেকে ধর্ষণের কথা সংসদে শিকার করলেন এমপি

parlamentআন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে নারীর বিরুদ্ধে সহিংসতা নিয়ে আলোচনায় অংশ নিয়ে নির্দলীয় সদস্য (এমপি) মিশেল থমসন জানালেন, মাত্র ১৪ বছর বয়সে নিজের ধর্ষণের কথা। সেই সঙ্গে পার্লামেন্টে (সংসদে) দাঁড়িয়ে তিনি আহ্বান করলেন, নারী এবং সমাজ একে অন্যের জন্য দাঁড়াক, নারী সাহস অর্জন করুক।

মিশেলের বক্তৃতা শুনে প্রশংসা করেছেন স্পিকার জন বার্কাও। তিনি জানান, মিশেল গভীর দাগ কেটেছেন তাদের হৃদয়ে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এর।
৫১ বছর বয়সী মিশেল বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন এভাবে, ‘আমার বয়স যখন ১৪ বছর তখন আমি ধর্ষণের শিকার হয়েছিলাম। খুবই স্বাভাবিক, আমার খুব পরিচিত একজন মানুষই আমাকে ধর্ষণ করেছিল । ’

মিশেল বলেন, ‘তিনি আমাকে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। বিষয়টি স্বাভাবিক। সন্ধ্যার আগে বের হয়েছিলাম। তখনো অন্ধকার হয়নি। আমার পরনে ছিল জিনস ও স্কার্ট। তিনি আমাকে গাছপালা ঘেরা একটা এলাকায় নিয়ে যেতে চাইলেন। বললেন, ওখানে কিছু দেখাবেন। স্বীকার করছি, তখনই মনে খটকা লেগেছিল। কিন্তু ওই খটকা লাগাটা পাত্তা দিলাম না। কারণ তিনি আমার খুবই পরিচিত এবং তার প্রতি আমার বিশ্বাসটা ছিল। ’

মিশেল বলেন, ‘সত্যি কথা বলতে আমি জানতাম না ধর্ষণটা আসলে কী। এটা নিয়ে কথা বলার মতো কিছু ছিল না। সবকিছু চরমভাবে অবশ হয়ে যায়। ’

মিশেল বলেন, ‘খুব দ্রুতই সবকিছু হচ্ছিল। প্রথমে খুব অবাক হয়েছিলাম। পরে ভয় পেলাম। দেখলাম আতঙ্ক কাটছেই না। পালাতে পারছিলাম না। লোকটা আমার চেয়ে অনেক শক্তিশালী ছিল। লোকটার প্রতি আমার যৌন আকর্ষণ বিন্দুমাত্র ছিল না। এখনো মনে হলে বিদঘুটে লাগে বিষয়টা। ’

এই ঘটনার পরই ১৪ বছর বয়সে যৌনতা সম্পর্কে আমি বুঝতে পারি। তবে মিশেল চান না কিশোরীদের জীবনে এ রকম দুর্বিষহ অবস্থা হোক। তিনি বলেন, ‘যেখানে ভুল কিছু ঘটবে আমাদের বলতে হবে, জানাতে হবে। আমাদের ছেলেদের প্রতি আমরা যেরকম যত্ন নেই ঠিক সেভাবে আমাদের বোনদের পাশেও দাঁড়াতে হবে। ’ 
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া