adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আম্মার’ মৃত্যুশোকে ৪৭০ জন প্রাণ হারালাে

Chennai: A supporter of former Tamil Nadu Chief Minister J Jayalalithaa cries next to her place of burial in Chennai on Wednesday. PTI Photo by R Senthil Kumar(PTI12_7_2016_000272B) আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ু রাজ্যে এখনো চলছে শোকের মাতম। সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার মৃত্যুর শোকে এখনো নির্বাক তার লাখো ভক্ত-সমর্থক। কিছুতেই তারা মেনে নিতে পারছেন না প্রিয় 'আম্মার' মৃত্যু। জয়ললিতার অসুস্থতা এবং প্রয়াণের পর এখন পর্যন্ত ৪৭০ জন ভক্ত-সমর্থকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তার রাজনৈতিক দল এআইএডিএমকে।

রবিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক দলটি গত কয়েক দিনে জয়ললিতার শোকে মারা যাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। আজ রবিবার ১৯০ জনের নতুন তালিকা প্রকাশ করে। গতকাল শনিবার দলের পক্ষ থেকে ২০৩ মৃতব্যক্তির তালিকা প্রকাশ করেছিল।

মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মৃতদের প্রত্যেকের পরিবারকে তিন লাখ রুপি করে দেয়া হবে। এখন পর্যন্ত ছয়জন আত্মহত্যার চেষ্টা করেছেন। রবিবার প্রকাশিত তালিকায় চারজন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।  

দলটি এর আগে ঘোষণা দিয়েছিল, জয়ললিতার মৃত্যুর কথা শুনে আত্মহত্যার চেষ্টাকারী এক ব্যক্তি এবং হাতের আঙুল কেটে ফেলা অপর এক ব্যক্তিকে ৫০ হাজার করে রুপি দেয়া হবে।   

বিবৃতিতে বলা হয়, চার ব্যক্তির চিকিৎসার ব্যয়ভার বহন করবে জয়ললিতার দল।

তামিলনাড়ুর ছয়বারের মুখ্যমন্ত্রী জয়ললিতা গত সোমবার চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মারা যান। গত সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া