adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়ু কমলো আমেরিকানদের

usa_peopleআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশিদের গড় আয়ু বাড়লেও আমেরিকানদের কমেছে। দুই দশকের মধ্যে এই প্রথম আমেরিকানদের আয়ু কমলো বলে স্বাস্থ্য পরিসংখ্যান ব্যুরোর জাতীয় কার্যালয় থেকে ৮ ডিসেম্বর জানা গেছে।

২০১৪ সালে মার্কিনীদের গড় আয়ু ছিল ৭৮.৯ বছর। সামান্য কমে গত বছর তা হয়েছে ৭৮.৮ বছর। নানা ধরনের জটিল রোগে মৃত্যুবরণের হার বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে গবেষকরা উল্লেখ করেছেন। 
 
আগের বছরের তুলনায় গত বছর আমেরিকানদের মৃত্যুর হার বেড়েছে ১.২ শতাংশ। অর্থাৎ, ২০১৪ সালে প্রতি লাখে মারা যান ৭২৪.৬ জন। গত বছর তা দাড়ায় ৭৩৩.১ জনে। হৃদরোগ, শ্বাস-প্রশ্বাসের সমস্যা, অপ্রত্যাশিত আঘাত, কিডনি রোগ এবং আত্মহত্যাকে দায়ী করা হচ্ছে এহেন অবস্থার জন্যে। যদিও ক্যান্সারে মৃত্যুবরণের হার কিছুটা হ্রাস পেয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আয়ু কমে যাবার ঘটনাটি প্রকৃত অর্থেই দুঃসংবাদ। পাশ্চাত্যে চিকিৎসা ব্যবস্থায় যুগান্তকারি পরিবর্তনের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও বহুবিধ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এতদসত্ত্বেও আমেরিকানদের আয়ু কেন কমলো-সেটি অবশ্যই বড় ধরনের একটি দুঃসংবাদ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সর্বশেষ ১৯৯৩ সালে আমেরিকানদের আয়ু কমেছিল। এরপর ২০১৪ সাল পর্যন্তই আয়ু বৃদ্ধির সংবাদ এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ আকারে এইডসের বিস্তার ঘটায় ওই বছর সারাবিশ্বে মানুষের গড় আয়ু কমেছিল। ২০০০ সাল থেকে টানা ৫ বছর পর্যন্ত সারাবিশ্বে গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া