adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে বিপুল অস্ত্র উদ্ধার, আটক ৬

coxbazarডেস্ক রিপাের্ট : কক্সবাজার জেলার চকরিয়া থানার চিরিংগা ইউনিয়নের চরনদ্বীপ এলাকাতে দু’টি অস্ত্র তৈরীর কারখানা থেকে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ছয় জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

রোববার (৪ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আব্দুল মান্নান (৩৫), আইয়ুব খান (২৭), নুরুল আলম (৫০), মহিউদ্দিন  মহিন মিয়া (২৪), জোনুয়ারা বেগম (৩৮), নুরল্লা (৪৫)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সোহেল মাহমুদ জানান, ৮টি এক নলা বন্দুক, ১ টি দুই নলা বন্দুক, ২ টি ৩০৩ দেশীয় রাইফেল, ১ টি ২২ দেশীয় রাইফেল, ৮টি ওয়ান শুটারগান, ৪৫ রাউন্ড শর্টগানের গুলি, ৪ রাউন্ড ৩০৩ দেশীয় রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এছাড়াও ৩ টি পোচ, ২ টি পোচ বেল্ট এবং ২ টি লেথ মেশিন, একটি  হাত ড্রিল, ২ টি হেক্সা মেশিন, ৩৭ টি হেক্সাব্লেড, ৩ টি ট্রিগার গাড, একটি বাট, ৪ টি পাইপ/ব্যারেল, ৩ টি হাতুড়ি, বিপুল পরিমান স্ক্রু ড্রাইভার, রেত, কাটিং মেশিন, বিশেষ ধরনের প্লাস, বাটাল, স্প্রিং, নাট/ভোল্ট ইত্যাদিসহ অস্ত্র তৈরীর মেশিন ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

আটককৃত আসামী ও উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া