adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গণতন্ত্রের লেবাস পড়ে দেশে একদলীয় শাসন চালাচ্ছে সরকার

fakhrul12নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্রের লেবাস পড়ে সরকার 'মানবতাকে ভুলণ্ঠিত' করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন,'সারা বিশ্বে মানবতা ভুলণ্ঠিত হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে এই অঞ্চলে। আজকে গণতন্ত্রের নামে, গণতন্ত্রের লেবাস পড়ে একদলীয় শাসন ব্যবস্থা আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে।'

৪ ডিসেম্বর রোববার বিকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, 'জনগণের ভিত্তি নেই বলে বর্তমান সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে। এজন্য আজকে কোনো ভাবেই সরকার কোমর সোজা করে সত্যিকার অর্থে বাংলাদেশের চেহারা নিয়ে দাঁড়াতে পাচ্ছে না। জনগণ কি চায় সেই চোখের ভাষা তারা বুঝে না। প্রতিবাদ করতে পারে না কারণ তারা গণবিছিন্ন হয়ে পড়েছে।'

তিনি বলেন, 'সরকার গণতন্ত্রের নামে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন ব্যবস্থা জনগনের ওপর চাপিয়ে দিয়েছে। এখানে মানুষের নিরপত্তা,কথা বলার স্বাধীনতা নেই, মুক্ত চিন্তা বলতে কিছু নেই। মানুষ সংগঠিত হবার কোনো সুযোগ নেই। সরকারে যা ইচ্ছে তাই করছে। কারো বলার কিছু নেই।'

'মায়ানমার আর বাংলাদেশের' মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 'মায়ানমারের এই দুস্থ অসহায় রোহিঙ্গা মানুষগুলোকে আশ্রয় দিতে হবে।'

রোহিঙ্গাদের সসম্মানের মায়ানমারে ফিরিয়ে নিতে কুটনৈতিক প্রচেষ্টা চালাতেও সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, 'বিশ্বজনমত গড়ে তুলতে হবে। প্রয়োজনে জাতিসংঘকে অন্তর্ভূক্ত করতে হবে। আর এ ব্যাপারে আমাদের সরকারকেই উদ্যোগ নিতে হবে। কারণ আমরা বাংলাদেশের মানুষ এর ভুক্তভোগী।'

মির্জা ফখরুল বলেন, '১৯৯৩ সালের খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়। রোহিঙ্গা আশশ্রয়ের জন্য বাংলাদেশে চলে আসে। সেদিন কিন্তু খালেদা জিয়া তাদের  নৌকা ফেরত দেননি। রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের থাকার সাময়িক ছাউনী ও খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, মায়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে সেনাবাহিনীর একটি টিম সীমান্তে রেখে ছিলেন। কিন্তু দুর্ভাগ্য আজকে যারা জোর করে বাংলাদেশের ক্ষমতা আছেন,তারা যেহেতু ক্ষমতায় টিকে থাকতে অন্যের ওপর নির্ভরশীল তারা মানবতাকে ভুলণ্ঠিত করেছে। অথচ ১৯৭১ সালে বাংলাদেশ মানবতার সুযোগ নিয়েছে।'

মির্জা ফখরুল বলেন, 'বর্তমান সরকার নির্বাচন কমিশন নিজেদের মতো করে পুনর্গঠন করতে চায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের ওপর আলোচনা করা হোক। এই প্রস্তাব পছন্দ না হলে অন্য প্রস্তাব আসবে। কিন্তু আলোচনা করতেই হবে। আলোচনা ছাড়া চলমান সংকট দুর হবে না।'

তিনি বলেন, 'এই আওয়ামী লীগ সরকারকে আলোচনায় আসতে বাধ্য করতে হবে। দেশে একটি সুষ্ঠু,অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধিত্ব সরকার চাইলে ইসি পুনর্গঠনে আলোচনার বিকল্প নেই।'

'রোহিঙ্গা সংকট: রাষ্ট্র নাকি মানবতা' শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর ন্যাশনালিজম স্ট্যাডিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তথ্য বিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী, প্রফেসর ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া