adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

`প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনায় পড়লে দেশে মহাসঙ্কট নেমে আসত’

obaidul-quader_253306নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের উদ্দেশে যাত্রাপথে বিমানের যান্ত্রিক ক্রুটির কবলে পড়ার পরও আল্লাহর বিশেষ রহমতে রক্ষা পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা না হলে সেদিন আমাদের ইতিহাসে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারতো। প্রধানমন্ত্রীর কিছু হলে মহাসংকটের আরেকটা কালো ছায়া জাতীয় জীবনে নেমে আসত। ২ ডিসেম্বর শুক্রবার এক দোয়া অনুষ্ঠানের পর তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় আল্লাহর শুকরিয়া আদায়ে বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। জুমার নামাজে অংশ নেওয়া হাজারো মুসল্লি এতে অংশ নেন। তারা প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন।

‘পানি সম্মেলনে’ যোগ দিতে গত ২৭ নভেম্বর হাঙ্গেরির বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। তাকে বহনকারী বিমানের বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’-এ যান্ত্রিক ক্রুটি দেখা দেয়। পরে তুর্কমেনিস্তানেরর আশখাবাতে বিমানটি জরুরি অবতরণ করে। পরে যান্ত্রিক ক্রুটি সারানোর পর একই ফ্লাইটে হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী। এতে দেশটির রাজধানী বুদাপেস্ট যেতে প্রধানমন্ত্রীর চার ঘণ্টা বিলম্ব হয়।

এর পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কী না তা খতিয়ে দেখা যাচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এটা অবহেলা নাকি ষড়যন্ত্র নাকি ইচ্ছাকৃত-  সে বিষয়ে তদন্ত চলছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া