adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন-পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে

kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্যাতনের শিকার হয়ে যেসব রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকে পড়েছে মানবিক দিক বিবেচনা করে তাদের সহায়তা করা হচ্ছে। মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে।

১ ডিসেম্বর বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে প্রশিক্ষণ গ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষক মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় তিনশ’ জনকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সনদ বিতনণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নিদুর্ঘটনা ও বিভিন্ন প্রকার দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সেচ্ছাসেবকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2016
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া