adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি তদন্তে তিনটি কমিটি

bimanডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী একটি ভিভিআইপি ফ্লাইটের জরুরি অবতরণ তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বেসামরিক বিমান কর্তৃপক্ষ (সিএএবি) ও বিমান মন্ত্রণালয় পৃথক ৩টি কমিটি গঠন করেছে।
 
২৮ নভেম্বর সোমবার বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বলেন, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কারিগরি কর্মকর্তা ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ৪-সদস্যের একটি কমিটি গঠন করেছেন। 
 
কমিটির সদস্যরা হলেন, ফ্লাইটের নিরাপত্তা প্রধান ক্যাপ্টেন সোয়েব চৌধুরী, উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ হানিফ ও মান নিশ্চিতকরণ ম্যানেজার নিরঞ্জন রায়।
 
মিরাজ আরো বলেন, ‘কমিটিকে আগামী ১ ডিসেম্বরের মধ্যে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।’
 
এদিকে সিএএবি তার সিনিয়র কনসালটেন্ট ক্যাপ্টেন ফরিদুজ্জামানকে প্রধান করে ৩-সদস্যবিশিষ্ট আরেকটি কমিটি গঠন করেছে। সিএএবি’র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।’
 
এদিকে বিমান মন্ত্রণালয়ের ৪ সদস্য বিশিষ্ট কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকারকে। ৭ দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। বাসস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া