adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকা ও রাশিয়া যুদ্ধ শিখে ভারতের যে জঙ্গলে

trainingআন্তর্জাতিক ডেস্ক : ভারতের মিজোরামের রাজধানী আইজল থেকে ১৩০ কিলোমিটার দূরের এক জঙ্গল। কোলাসিব জেলার ভিরাংটে। সেখানেই গভীর জঙ্গলে চলে সেনাবাহিনীর ট্রেনিং। এটাই বিশ্বের সবচেয়ে বড় জঙ্গল ওয়ারফেয়ার স্কুল। এখানে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনী আসে ট্রেনিং নিতে।

মূলত সন্ত্রাসের মোকাবিলা করাই শেখানো হয় এখানে। শেখানো হয় গেরিলা যুদ্ধের পদ্ধতি। খুব কম লোকেই জানেন এই জঙ্গলের কথা। কিন্তু, এত কঠিন পরিস্থিতিতে যুদ্ধ করার ট্রেনিং আর কোথাও দেওয়া হয় না। নিজেদের দক্ষতা বাড়াতে তাই আসে বিভিন্ন সেনাবাহিনী।

এই ট্রেনিং স্কুল সম্পর্কে পাঁচটি অজানা তথ্য:

১. মূলত এই ট্রেনিং স্কুল প্রথম চালু করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের তৎকালীন জেনারেল অফিসার কমান্ডিং-ই-চিফ ফিল্ড মার্শাল স্যাম মানেকশ।

২. ১৯৬৭ তে শুরু হয় এই স্কুল। তখন এটি ছিল মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের কাছাকাছি এলাকায়।

৩. ১৯৬৮ তে এই ট্রেনিং স্কুলকে ইস্টার্ন কমান্ড কাউন্টার ইনসার্জেন্সি স্কুলে পরিণত করা হয়। তখন প্রথম কমান্ডান্ট হিসেবে নিযুক্ত হন ব্রিগেডিয়ার ম্যাথু থমাস।

৪. জঙ্গি দমন ছাড়াও বিভিন্ন যুদ্ধের কৌশল শেখানো হয় এখানে। যেমন, আইইডি চিহ্নিতকরণ, জঙ্গলে বেঁচে থাকার উপায়, সন্ত্রাসের মোকাবিলা ইত্যাদি।

৫. ২০০৩ সালে ১০০ জন ইউএস কমান্ডো তিন সপ্তাহের জঙ্গি দমনের ট্রেনিং নিয়ে যায়। এই মহড়ার নাম দেওয়া হয় ‘ব্যালান্স ইরোকুইস’। ভিরাংটে-তে ভারতীয় সেনার সঙ্গে যুদ্ধ মহড়া হয়। যেখানে মার্কিন সেনাকে শেখানো হয়েছিল বিষধর সাপ, কুকুর ও বাঁদর খেয়ে কিভাবে জঙ্গলে বেঁচে থাকতে হয়।

৬. বিভিন্ন সময় আমেরিকা, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, রাশিয়া, ব্রিটেন, ইজরায়েল, ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে সেনা এসেছে এখানে ট্রেনিং দিতে।

সূত্র : কলকাতা ২৪x৭
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া