adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি সুধীরকে!

sudhirস্পাের্টস ডেস্ক : শচীনের জার্সি নম্বর সম্বলিত শরীরে আঁকা ভারতের পতাকা। এটাই বিখ্যাত করে তুলেছে সুধীর কুমারকে। ভারতের চার-ছয়ে টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে এই ক্রিকেটভক্তের মুখ। আর তাকে কিনা স্টেডিয়ামে ঢুকতেই দেয়নি পাঞ্চাব ক্রিকেট অ্যাসোসিয়েশন কতৃপক্ষ!

মোহালির চন্ডিগড়ে অনুষ্ঠিত হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট। সারা গায়ে পতাকার রং মেখে হাজির সুধীর। তবে গেট থেকেই ফিরিয়ে দেয়া হলো তাকে। কিন্তু কেন? জবাবটাও দিয়ে রেখেছে পিসিএ এর সাধারণ সম্পাদক জিএস ওয়ালিয়া।'

ভারতীয় পতাকা আইন ২০০২ ও জাতীয় প্রতীকের অশ্রদ্ধা ও রক্ষা আইন ১৯৭১ অনুযায়ী, গায়ে পতাকা আঁকা নিষেধ। সম্প্রতি এই আইনের বাস্তবায়নে কঠিন হয়েছি আমরা। জাতীয় পতাকা শরীরে আঁকার কারণেই সুধীরকে মাঠে ঢুকতে দেয়া হয়নি।'

এই ঘটনায় যারপরনয় বিস্মিত হয়েছেন সুধীর। তিনি জানান, 'এই প্রথম এই ধরণের ব্রিবতকর পরিস্থিতিতে পরলেন তিনি।'

ভারতীয় পতাকা আইনে বলা হয়েছে জাতীয় পতাকা কখনই মাটি বা জল স্পর্শ করবে না; এটিকে টেবিলক্লথ হিসেবে বা কোনো প্লাটফর্মের সম্মুখে আচ্ছাদন হিসেবে ব্যবহার করা চলবে না; জাতীয় পতাকা দিয়ে কোনো মূর্তি, নামলিপি বা শিলান্যাস প্রস্তর আবরিত করা যাবে না ইত্যাদি।

২০০৫ সাল পর্যন্ত জাতীয় পতাকা বস্ত্র, উর্দি বা সাজপোষাক হিসেবে ব্যবহার করা যেত না। ২০০৫ সালের ৫ জুলাই দেশটির সরকার পতাকাবিধি সংশোধন করে পোষাক হিসেবে ব্যবহার করার অনুমতি প্রদান করেন।

বালিশের কভার বা গলায় বাঁধার রুমালে জাতীয় পতাকা বা অন্য কোনো প্রতীকচিহ্ন অঙ্কণ করা নিষিদ্ধ। ইচ্ছাকৃতভাবে উল্টো অবস্থায় পতাকা উত্তোলন, কোনো তরলে ডোবানো বা উত্তোলনের আগে ফুলের পাপড়ি ছাড়া অন্য কিছু তাতে বাঁধা বা পতাকাগাত্রে কোনো কিছু লেখাও নিষিদ্ধ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া