adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রিজভীর দাবি- না’গঞ্জের সিটি নির্বাচনে সেনা মোতায়েন করুন

rijviনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরশনের নির্বাচনে সেনা সদস্য মোতায়েনের দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২২ নভেম্বর মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।

রিজভী বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের জন্য অবশ্যই সেনা মোতায়েন দরকার। কারণ সেখানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য সেনাবাহিনী মোতায়েন এবং তাদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করা প্রয়োজন। নারায়ণগঞ্জ এমনিতেই মানুষের কাছে পরিচিত হয়েছে গডফাদারদের শহর হিসেবে।

আলোচনা সভায় তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে সাধারণ মানুষরা যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পায় তাহলে তাদের পছন্দমতো লোককে তারা ভোট দেবে, গডফাদারকে ভোট দেবে না। সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সেখানে সেনাবাহিনী মোতায়েনের জোর দাবি জানাই।

সভায় ওই সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াতের পক্ষে দল-মত নির্বিশেষে সকলকে কাজ করার আহ্বান জানান রিজভী।

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়নের নিন্দা জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, পাশ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা চলছে। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী বসে আছেন, একটি কথাও বলছেন না, কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুন আহমেদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নিবার্হী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, আমিনুল ইসলাম ও সাইফুল ইসলাম পটু প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া