adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলায় জড়িতদের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

home-minister-kamal_নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার সঙ্গে জড়িতদের বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

২২ নভেম্বর মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উন্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নাসিরনগর এখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। যারা নাসিরনগরে হামলার সঙ্গে জড়িত তাদের ব্যাপারে তথ্য পাওয়া গেছে এবং তাদের গ্রেফতার করা হয়েছে।'

ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার পা কেটে নেয়ার ঘটনায় জড়িতদেরও গ্রেফতার করা হয়েছে বলে মন্ত্রী জানান।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারকে কূটনীতিক চাপ সৃষ্টি করতে জাতিসংঘসহ সকল রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, 'রোহিঙ্গারা কতটা অমানবিক পরিস্থিতিতে পড়েছে তা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।'

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, '৮ থেকে ১০ বছর আগেও বিদেশ থেকে ৩০ লাখ টন খাদ্য আমদানি করতে হতো। কিন্তু বর্তমানে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।'

তিনি বলেন, 'ইতোমধ্যে আমরা শ্রীলঙ্কায় খাদ্য রফতানি করেছি। নেপালকে খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়া মিঠা পানির মাছ উৎপাদনে অনেক এগিয়েছি এবং সবজি চাষে তৃতীয় স্থান অধিকার করেছি।'

কৃষি সচিব মোহাম্মদ মঈনুদ্দীন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, আব্দুল মান্নান এমপি এবং বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া