adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালকে হারিয়ে শীর্ষে রিয়াদের খুলনা

255353-3ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশে প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষস্থানে পৌঁছে গেছে খুলনা টাইটানস। আজ ২০ নভেম্বর ১১তম দিনের একমাত্র ম্যাচে বরিশাল বুলসকে ২২ রানে হারিয়েছে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা। প্রথমে ব্যাটিং করে তারা ১৫১ রানের পুঁজি সংগ্রহ করে। জবাবে ১৯.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয়েছে বরিশাল। এ জয়ের সুবাদে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে খুলনা টাইটানস। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে বরিশাল বুলস।
রোববার সন্ধ্যায় আসরের ২০তম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুৃখি হয় এ দু’দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক মুশফিকুর রহিম। আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে খুলনা টাইটানস ৭ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। খুলনার পক্ষে এদিন সর্বোচ্চ রান এসেছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে। ২৬ বল খেলে তিনি করেছেন ৪৪ রান। এই ইনিংসে তিনি হাঁকিয়েছেন ৩টি ছক্কা ও ২টি চার। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন রিকি ওয়েসেলস। এ ছাড়া ২৬ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক। বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন রুম্মান রোস, রাইয়াদ আমরিত ও থিসারা পেরেরা। এ ম্যাচ খেলতে নামার আগে নিজেদের শেষ চার ম্যাচে টানা জয় পেয়েছিল খুলনা। অন্যদিকে, নিজেদের শেষ ম্যাচে পরাজয়ের স্বাদ নিয়ে এ ম্যাচ খেলতে নেমেছিল বরিশাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া