adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে জ্বালানি তেলের দাম কমবে- বললেন অর্থমন্ত্রী

muhit_sylhet_31366_1479645944ডেস্ক রিপাের্ট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম আরেক দফা কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। চলতি মাসের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, 'তেলের দাম কমানোর বিষয়ে একটু লজিস্টিক সমস্যা আছে। এ মাসেই প্রধানমন্ত্রীর সঙ্গে রিভিউ করা হবে। সিদ্ধান্ত নিতে ডিসেম্বরের ১০ তারিখ পার হয়ে যাবে। কেননা, ৪ থেকে ১০ ডিসেম্বর আমি দেশে থাকব না।'

২০ নভেম্বর রোববার দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে প্রধামন্ত্রীর জনসভাস্থলের প্রস্তুতিকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। তবে বিকালে কেন্দ্র থেকে জনসভা স্থগিত হওয়ার কথা জানানো হয়।

এদিকে দুপুরে অর্থমন্ত্রী নগরীর হাফিজ কমপ্লেক্সে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা শাখার সহ সভাপতি আশফাক আহমদ, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সভাপতি সিরাজ বক্স, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।

পরে অর্থমন্ত্রী সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও পেশাজীবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে তাদের প্রস্তুতির বিষয় অর্থমন্ত্রীকে অবহিত করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া