adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডােনাল্ড ট্রাম্পের প্রতি নাসিমের আহ্বান- বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে দিন

003_250188ডেস্ক রিপাের্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি বলেছেন, ‘ট্রাম্প সাহেব- বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেবেন। তা না হলে মানবতা ভুলুণ্ঠিত হয়ে যাবে। আপনি তাদের ফেরত দেন, আপনার প্রতি বাংলাদেশের মানুষের সম্মান বেড়ে যাবে।’

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে শুক্রবার দুপুরে সন্ধানীর কেন্দ্রীয় ৩৬তম সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান মোহাম্মদ নাসিম। এতে সভাপতিত্ব করেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাহারুল হোসাইন খান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই ইসলামের নামে দেশে জঙ্গিবাদ ছড়িয়ে উন্নয়ন বাধাগ্রস্ত করার চক্রান্ত চলছে। এ দেশে অপরাধ করে কেউ ছাড় পাবে না। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি হয়েছে। অন্যদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। যারা জঙ্গিবাদ ছড়াচ্ছেন,তাদেরও বিচার হবে।’

ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অ্যাপ্রোন পরলে আগে সেবা, পরে রাজনীতি। মনে রাখতে হবে,চিকিৎসকদের দায়িত্বটাই সবার আগে। মানুষের সেবা করার মানসিকতা না থাকলে চিকিৎসা পেশায় আসার দরকার নেই। মানুষকে সেবা করার মধ্যে দিয়েই মানুষের মহত্ব ফুটে ওঠে। রাজনৈতিক আন্দোলনের নামে চিকিৎসাসেবা বন্ধ করে দেয়াটা কোনোভাবেই কাম্য নয়।’

মন্ত্রী বলেন, ‘সন্ধানীর প্রতিটি কাজে সহযোগিতা করবে সরকার। সন্ধানীকে আগে অ্যাম্বুলেন্স দিয়েছি ঢাকায়। এবার দেব রাজশাহীতে। খুব তাড়াতাড়ি শিক্ষানগরী রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজও শুরু হবে। এরই মধ্যে বাইপাসে জমি দেখা হয়েছে। পিডি (প্রকল্প পরিচালক) নিয়োগের প্রক্রিয়া চলছে। উপাচার্যও নিয়োগ হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, 'আওয়ামী লীগ সরকার দেশে একসঙ্গে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে নজির সৃষ্টি করেছে। সম্প্রতি ১০ হাজার নার্সও নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ৬০০ নার্স রাখা হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে।'

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, সন্ধানীর কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি ডা. একেএম সালেক, মহাসচিব ডা. জয়নাল আবেদিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. তবিবুর রহমান শেখ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহীর সভাপতি অধ্যাপক ডা. এসআর তরফদার, রাজশাহী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. নওশাদ আলী।

এদিকে আমাদের রাবি প্রতিনিধি জানান, জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা যে মিটিং মিছিলের নামে নৈরাজ্য, জ্বালাও-পোড়াও করবেন না তার গ্যারান্টি কি? সেজন্যই তাদের সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। যদি পারেন আপনারা জনগণকে সাথে নিয়ে রাস্তায় নামেন।'

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে বিএনপি আবার ক্ষমতায় আসলে সন্ত্রাসী কার্যক্রম বাড়বে। আবার জঙ্গি তৎপরতা বাড়বে। আরেক বাংলা ভাইয়ের জন্ম হবে এই রাজশাহীতে। বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘জাতীয় চার নেতাকে হারিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বাঙালি জাতি সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। জিয়া-খালেদা-মুশতাক বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছিল। আমরা ভাবতেও পারিনি বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যার বিচার পাওয়া সম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় না আসলে আমাদের রক্তক্ষরণ বন্ধ হতো না। বাঙালি জাতির রক্তক্ষরণ বন্ধ হতো না।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের ছেলে এএইচএম খাইরুজ্জামান লিটন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক ভিপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম ঠান্ডু।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শহীদ ড. শামসুজ্জোহার শাহাদত দিবস ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালনের দাবি জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশ্বাস দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া