adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৫৮ মিলিয়ন ডলারে বার্সার সঙ্গী জাপান

barcelonaস্পাের্টস ডেস্ক : বিখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে ৫৮ মিলিয়ন ডলারের বিজ্ঞাপনী চুক্তি করেছে জাপানি অনলাইন প্রতিষ্ঠান রাকুতেন। খবর বিবিসির।

ফুটবল ক্লাবের জার্সিতে বিজ্ঞাপনের জন্য এরআগে অন্য কোনো প্রতিষ্ঠান এতো টাকা ব্যয় করেনি। এর ফলে ক্লাবটি বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব হিসেবে পরিচিত রিয়াল মাদ্রিদের চেয়েও বেশি সম্পদশালী হল।

চার বছরের এ চুক্তি কার্যকর হবে ২০১৭-১৮ মৌসুম থেকে। শুধুমাত্র জার্সির বিজ্ঞাপন থেকেই বার্সার আয় হবে কমপক্ষে ১৮৮ মিলিয়ন ডলার।

তার ওপর স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ অথবা চ্যাম্পিয়ন লীগ জিতলে তো কথাই নেই। ক্লাবের আয়ের খাতা আরও ভারী হবে।

চুক্তির বিষয়ে বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেও বলেন, এর ফলে আমাদের ক্লাবটি বেশ সমৃদ্ধ হয়েছে, যা আমাদের বর্তমান পরিচালনা পরিষদ চেয়েছিল।

তিনি আরও বলেন, এ চুক্তির বিষয়ে ২০১৫ সাল থেকেই আলাপ-আলোচনা চলছিল। সান ফ্রান্সিকোতে ক্লাবের ডিফেন্ডার জেরার্ড পিকের দেয়া নৈশভোজে তার বন্ধু রাকুতেনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিরোশি মিকিতানির সঙ্গে প্রথম এ নিয়ে কথা হয়।

রাকুতানের পক্ষ থেকে জানানো হয়, চার বছরের পরও তারা চুক্তির মেয়াদ বাড়াতে চায়। রাকুতান জাপানের সর্ব বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান। এর কর্মী সংখ্যা ১৩ হাজারেরও বেশি। এ বছরের প্রথম নয় মাসেই প্রতিষ্ঠানটি আয় করেছে ১৫ বিলিয়ন পাউন্ড।

জাপানের পেশাদার ফুটবল লীগের (জে-লীগ) ক্লাব ভিসেল কোবে এবং বেসবল ক্লাব তহকু রাকুতেন গোল্ডেন ঈগলসের মালিকও রাকুতান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া