adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন দিনের সফরে ঢাকা আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

porotiডেস্ক রিপাের্ট : তিন দিনের সফরে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর। তার ঢাকা সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
 
কূটনৈতিক সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮-২০ ডিসেম্বর ভারত সফর করবেন। প্রধানমন্ত্রীর সফরকালে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতির জন্য ইতিমধ্যে পররাষ্ট্র সচিব শহীদুল হক দিল্লি ঘুরে এসেছেন। আর ওই সফরকে সামনে রেখেই বাংলাদেশে আসছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকর।
 
জানা যায়, ভারতের মন্ত্রীর ঢাকা সফরে নতুন প্রতিরক্ষা সহযোগিতার ফ্রেমওয়ার্ক নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হবে। যার আওতায় সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তির স্থানান্তর, প্রশিক্ষণ ও যৌথ মহড়ার সুযোগ বাড়বে। একইসঙ্গে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দুই দেশের মধ্যে সহযোগিতা আরো জোরদার হবে।
 
ঢাকা সফরকালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব:) তারিক আহমেদ সিদ্দিক ও তিন বাহিনীর প্রধানগণের সঙ্গেও সাক্ষাত্ করবেন তিনি। উল্লেখ্য, প্রায় দুই দশকে কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
 
এদিকে সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই দিন আগে চীন তাদের দেশে তৈরি দুটি কনভেনশনাল সাবমেরিন বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়টি ঢাকা-বেইজিংয়ের মধ্যে বিস্তৃত সামরিক সহযোগিতার সম্পর্কেই প্রতিফলিত করে। গত অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেছেন। ওই সফরে ২৫ বিলিয়ন ডলারের ২৭টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশে চীনের কৌশলগত উপস্থিতি বৃদ্ধির এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষামন্ত্রীর এ সফর খুবই গুরুত্বপূর্ণ। চীনের প্রভাব ঠেকাতেই প্রতিরক্ষামন্ত্রীকে ঢাকায় পাঠাচ্ছে ভারত সরকার।
 
প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০০৯ সালের পর থেকে সেনা কর্মকর্তাদের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক শক্তিধর দেশের সঙ্গে ভারতের প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এমন আলোচনা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া