বিপিএল চট্টগ্রামে আজ শুরু
স্পাের্টস ডেস্ক : বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দ্বিতীয় পর্বের খেলা শুরু আজ (বৃহস্পতিবার) থেকে। আর দ্বিতীয় পর্বের প্রথম দিনে ময়দানী লড়াইয়ে নামবে যথারীতি চারটি দল। দিনের প্রথম ম্যাচে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আর অপর ম্যাচে মুশফিকুর রহিমের বরিশাল বুলসের মুখোমুখি হবে নাঈম ইসলামের রংপুর রাইডার্স।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে চিটাগাং ও ঢাকার ম্যাচ। আর সন্ধ্যা পৌনে ৬টায় মুখোমুখি হবে বরিশাল ও রংপুর।
চট্টগ্রাম পর্ব থেকেই ম্যাচের সময় কিছুটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। দুপুরের ম্যাচটি এক ঘণ্টা আর সন্ধ্যার ম্যাচটি সোয়া এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।
ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সাকিবের ঢাকা। আর ঢাকার মুখোমুখিই হবে তামিমের চিটাগাং। তবে তামিমের দলের অবস্থা খুব একটা ভালো নয়। তারা পরপর তিন ম্যাচে হেরে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলে ষষ্ঠস্থানে রয়েছে। আর এই ম্যাচ দিয়েই ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে চায় চিটাগাং।
অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচের মুখোমুখি হবে টেবিলের দ্বিতীয় ও চতুর্থ স্থানে থাকা দুই দল। মুশফিকের নেতৃত্বে বরিশাল ৪ ম্যাচে ৩ জয় নিয়ে রান রেটে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর তাদের প্রতিদ্বন্দ্বী রংপুর ৩ ম্যাচে ২ জয় নিয়ে চতুর্থ। এই দুই দলই বেশ ফর্মে রয়েছে। তাই ম্যাচটিতে রোমাঞ্চকর লড়াইয়ের আভাসই পাওয়া যাচ্ছে।