adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দণ্ডপ্রাপ্ত সংসদ সদস্য বদিকে ৬ মাসের জামিন

court-newsডেস্ক রিপাের্ট : কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিযেছেন হাইকোর্ট। নিম্ন আদালতে দেওয়া ৩ বছর কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে বদির করা আপিল শুনানির জন্য গ্রহণ করে এ জামিন মঞ্জুর করা হয়।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বদির পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুব আলী এমপি, সঙ্গে ছিলেন নাসরিন সিদ্দিকা লিনা। অপরদিকে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।

আদালতের আদেশের পর বদির আইনজীবী নাসরিন সিদ্দিকা বলেন, আপিল গৃহীত হয়েছে, পূর্ণাঙ্গ শুনানিতে নির্ধারণ হবে সাজা স্থগিত হবে কিনা। উনার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় মুক্তিতে আর কোনো বাধা নেই। সেই সাথে উনাকে জরিমানাকৃত ১০ লাখ টাকাও স্থগিত হয়েছে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আমরা জামিনের আবেদনের বিরুদ্ধে আপত্তি দিয়েছিলাম। আদালত বললেন, এটা স্বল্প মেয়াদী সাজা, এক্ষেত্রে জামিনের ব্যাপারে আপিল বিভাগের রায় আছে। আমরা বলেছি উনাকে একটা অভিযোগে খালাস দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আপিল করব। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ৬ মাসের জামিন দিয়েছেন ও আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে দুদককে দ্রুত আপিল শুনানি নিস্পত্তি করতে বলেছেন।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে কি না, তা দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করেন তিনি।

জামিন পেলেও বদির সংসদ সদস্য পদ নেই বলেও মন্তব্য করেন খুরশীদ আলম খান। তিনি বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী বদি সাহেব সংসদ সদস্য নেই। কারণ উনার জরিমানা স্থগিত হয়েছে সাজা স্থগিত হয়নি। তাই সাজা স্থগিত না হওয়া পর্যন্ত বলা যাবে না উনি সংসদ সদস্য আছেন।

এর আগে গত ১০ নভেম্বর তথ্য গোপন করে অবৈধ সম্পদ অর্জনের দায়ে বিচারিক আদালতে দেওয়া সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আবদুর রহমান বদি। সেই আপিল আবেদন গ্রহণ করেন হাইকোর্ট।

উল্লেখ্য, মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের উপপরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন।

২০১৫ সালের ৭ মে দুদকের উপপরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে চার্জ গঠন করেন।

মামলার শুনানি শেষে গত ২ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দারের আদালত আবদুর রহমান বদির ৩ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া