adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

bsfডেস্ক রিপাের্ট : সাতক্ষীরার কুশখালি সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফএফের গুলিতে এক গরু রাখাল নিহত হয়েছেন। এ সময় আরো একজনকে আটক করা হয়েছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না সেটি নিশ্চিত করতে পারেনি বিজিবি। মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।
 
ধারণা করা হচ্ছে, নিহত রাখালের নাম মো. মোসলেমউদ্দিন (৩২)। তিনি সদর উপজেলার পাঁচরকি  গ্রামের জোহর আলির ছেলে। তবে বিজিবি বলছে, নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
 
বিজিবির ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন জানান, প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে যে কুশখালি সীমান্তের বিপরীতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে আমুদিয়ায়  মেইন পিলার ১১ এর সাব পিলার ৭ এর কাছে গুলির  ঘটনা ঘটে।
 
তিনি আরো জানান, নিহত ব্যক্তি ভারতীয় গরু নিয়ে আসছিল বলে বলে জানা গেছে। তবে তিনি ভারতীয় নাকি বাংলাদেশি তা এখনও পরিষ্কার নয়।
 
বিজিবির কুশখালি বিওপি সুবেদার মোহাম্মদ আলি বলেন, মঙ্গলবার ভোরে কয়েকজন চোরাচালানী গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এসময় বিএসএফ তাদের চ্যালেঞ্জ করে গুলি ছোড়ে। এতে একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। একই সময়ে আরো একজন গ্রেফতার হবার খবরও পাওয়া গেছে।
 
তিনি জানান এ বিষয়ে বিএসএফএর সাথে পতাকা বৈঠকের প্রস্তুতি  চলছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া