adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৮৫ রানে গুটিয়ে গেলা অস্ট্রেলিয়া

HOBART, AUSTRALIA - NOVEMBER 12:  Steve Smith of Australia looks on as Australia's score is 9/85 during day one of the Second Test match between Australia and South Africa at Blundstone Arena on November 12, 2016 in Hobart, Australia.  (Photo by Ryan Pierse - CA/Cricket Australia/Getty Images) স্পাের্টস ডেস্ক : ৪৮ রানে স্মিথ অপরাজিত না থাকলে অজিদের অবস্থা আরও করুণ দেখাতো
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার এটিই সর্বনিম্ন সংগ্রহ।

হোবার্টে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ইনিংস টিকেছে মাত্র ৩২ দশমিক ৫ ওভার।

অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে সর্বোচ্চ অপরাজিত ৪৮ রানের ইনিংস এসেছে। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেছেন জো মেনি।

দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার একাই গুঁড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে। ২১ রানে নিয়েছেন ৫ উইকেট।

এছাড়া কাইল অ্যাবট ৪১ রানে ৩টি এবং কাগিসো রাবাদা পেয়েছেন ২০ রানে ১ উইকেট।

অস্ট্রেলিয়ার ৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকাও। ৭৬ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট।

সেখান থেকে হাশিম আমলা অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে নিয়ে ৩০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন।

প্লেসিসের ফিরে যাওয়ার পর টেম্বা বাভুবাকে নিয়ে ইনিংস সংহত করেন আমলা। এই জুটিতে আসে ৫৬ রান।

৪৭ রান করে আমলা সাজঘরে ফেরার পর দলের হাল ধরেছেন বাভুমা ও কুইনটন ডি কক। প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ১৭১ রান। বাভুমা ৩৮ এবং কক ২৮ রানে খেলছেন।

অস্ট্রেলিয়ার পক্ষে ৩টি উইকেটই পেয়েছেন মিচেল স্টার্ক। আর ২টি তুলে নিয়েছেন হ্যাজলেউড।

পার্থ টেস্ট জিতে এগিয়ে রয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া