adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভ

sloganআন্তর্জাতিক ডেস্ক : কঠিনতম প্রতিদ্বন্দ্বী হিলারিকে হারিয়ে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর বিক্ষুব্ধ হয়ে উঠেছে ট্রাম্পবিরোধীরা। ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর হোয়াইট হাউসের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ও ডেমোক্রেট দলের সমর্থকরা। তারপরেই বিক্ষোভে নেমে পরেন ক্যালিফোর্নিয়ার একদল নাগরিক। ৯ নভেম্বর বুধবার থেকেই ক্যালিফোর্নিয়ার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছে তারা। ট্রাম্পকে উদ্দেশ্য করে তারা স্লোগান দিচ্ছে ‘নট মাই প্রেসিডেন্ট’।

দেশটির পুলিশ জানিয়েছে, প্রায় পাঁচ'শ আন্দোলনকারী বিক্ষোভ করতে শুরু করেছে। তবে তাদের এখনই গ্রেফতার করবে না বলেই জানা গেছে। শুধু ক্যালিফোর্নিয়া নয় ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে বিক্ষোভ করতে দেখা গেছে ইরভিন, বার্কলে, ডেভিসেও এবং সেন জোস স্টেটে। এমনকি অকল্যান্ডেও প্রায় ১০০ জন বিক্ষোভকারী ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল পোড়ান। এছাড়া আমেরিকান ডিসি ইউনিভার্সিটিতে দেশের পতাকা পোড়ানো হয়। 

ট্রাম্পবিরোধী আন্দোলনের সময় গুরুতর জখম হয়েছে অনেকে। অরেগনে প্রায় ৩০০ জন বিক্ষোভকারী রাস্তা ও ট্রেন অবরোধে বসেছিলেন। তাদের মুখেও শোনা যায় একই স্লোগান ‘ডেটস নট মাই প্রেসিডেন্ট’। মার্কিন সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। 

উল্লেখ্য, সব জল্পনা-কল্পনা এবং উত্তেজনার অবসান ঘটিয়ে রিপাবলিকান ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইলেক্টোরাল কলেজ ভোটে ট্রাম পেয়েছেন ২৮৮ আর হিলারি পেয়েছেন ২১৫ ভোট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া