adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুনা লায়লা পেলেন সিটি ব্যাংক সম্মাননা

img_1258_247378বিনােদন প্রতিবেদক : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার হাতে সম্মাননা প্রদান করেছে সিটি ব্যাংক এনএ।

৫ নভেম্বর শনিবার বিকেলে রাজধানীর রেডিসনের উৎসব রুমে রুনা লায়লার হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ, সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশর ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ তার হাতে এ সম্মাননা তুলে দেন।

অনুষ্ঠানের শুরুতে কন্ঠশিল্পী ফেরদৌসী রহমান রুনা লায়লা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, 'আজকের রুনা লায়লা একদিনে হঠাৎ করে হয়নি। সেই শুরু থেকে আজ পর্যন্ত একইভাবে রুনা গেয়ে আসছে। এটা সবাই পারেনা। কিন্তু রুনা পারছে। রুনার কন্ঠের গান এখনো শ্রোতারা শুনলে প্রাণ ভরে যায়।'

সম্মাননা গ্রহণ শেষে রুনা লায়লা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, 'অনেক ধন্যবাদ সিটি ব্যাংককে।  ১৭ নভেম্বর আমার জন্মদিন। জন্মদিনের আগেই জন্মদিনের উপহার পেয়ে ভীষণ ভালো লাগছে।'

তিনি বলেন, 'সিটি ব্যাংকের প্রতি সত্যিই কৃতজ্ঞ যে তারা শিল্পীদেরকে যথাযথ সম্মাননা দিচ্ছেন প্রতি বছর। এটা আমাদের জন্য গর্বের বিষয়। সত্যিই এটা অনেক সম্মানের বিষয় শিল্পীদের জন্য। তবে যে কথা না বললেই নয় যে ভক্তদের ভালোবাসা, শ্রদ্ধা বারবার গান গাওয়ার অনুপ্রেরণা যুগায়, সামনে এগিয়ে যাবারও সাহস দেয়।'

রুনা লায়লার বক্তব্য শেষে কন্ঠশিল্পী কোনাল রুনা লায়লার বেশ কয়েকটি জনপ্রিয় গান উপস্থিত শ্রোতা দর্শকদের গেয়ে শুনান।

২০০৪ সাল থেকে নিয়মিত সিটি ব্যাংক আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা দেয়া হচ্ছে। সঙ্গীতশিল্পী নিলুফার ইয়াসমিন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সানজিদা খাতুন, প্রয়াত সোহরাব হোসেন, ফেরদৌসী রহমান, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, শাহনাজ রহমতুল্লাহ, সৈয়দ আব্দুল হাদী ও মিতালী মুখার্জি এ সম্মাননা পেয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া