adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মসুলেই আছেন আইএস নেতা বাগদাদি

bagdadi1আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের মসুল শহরেই সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের শীর্ষ নেতা ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদি লুকিয়ে আছেন। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এক ঊর্ধ্বতন কুর্দি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
 
দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বুধবার মসুল শহরের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছে ইরাকি সেনা ও কুর্দি পেশমারগা বাহিনী। তবে শহরের নিয়ন্ত্রণ নিতে এখনো অনেক সময় লাগবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। গত ১৭ অক্টোবর ইরাকি সেনা ও কুর্দি পেশমারগা বাহিনী মসুল অভিযান শুরু করেছে। আর তাদেরকে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট।
 
কুর্দি প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হুসেইন ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টকে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, ‘ বাগদাদি মসুলে আছেন এবং তাকে হত্যা করা সম্ভব হলে আইএসের গোটা খিলাফত ব্যবস্থা ভেঙে পড়বে।’
 
বাগদাদির মৃত্যু হলে আইএসকে যুদ্ধের মাঝেই নতুন খলিফা নির্বাচন করতে হবে। কিন্তু বাগদাদির মত কর্তৃত্ব ও মর্যাদাসম্পন্ন কোনো উত্তরসূরি তাদের মিলবে না। ২০১৪ সালের জুনে মসুল শহর দখলে নিয়ে খিলাফত প্রতিষ্ঠা করে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন বাগদাদি।
 
ফুয়াদ হুসেইন জানান, বাগদাদি গত ৮/৯ মাস ধরে আত্মগোপন করে আছেন। মসুল ও এর পশ্চিমের তাল আফার শহরের কমান্ডারদের ওপর খলিফা অনেক বেশি নির্ভরশীল । ২০১৪ সালের যুদ্ধে উত্তর ইরাক ও সিরিয়ায় আইএসের প্রাথমিক জয়ের পর সংগঠনের প্রভাবশালী বিশেষ করে সিরিয়া ও অন্যান্য দেশ থেকে আসা নেতারা নিহত হয়েছেন। মসুলে বাগদাদির অবস্থানের কারণে এ লড়াই আরও দীর্ঘস্থায়ী ও জটিল হওয়ার আশঙ্কা আছে। কারণ বাগদাদির সমর্থকরা তাকে সুরক্ষিত রাখার চেষ্টায় লড়ছে।
 
তিনি বলেন, ‘তারা হারবে এটি পরিষ্কার। তবে এর জন্য কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া