adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না : এরশাদ

hm-ershadনিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ১ নভেম্বর মঙ্গলবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতির উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে এরশাদ বলেন, বোমাবাজি, জোর করে কেন্দ্র দখল, ভোট দখল এগুলো চলছে। তো নির্বাচন যে করবো, কী আশায় করবো? আমাদের সামনে জেলা পরিষদ নির্বাচন আছে। অনেকে করতে চায়, অনেকে করতে চায় না, অনর্থক অর্থ খরচ হবে। নির্বাচন তো সুষ্ঠু হবে না, জোর করে (ভোট) নিয়ে যাওয়া হবে। নির্বাচন যেন ‍সুষ্ঠু হয়- সে ব্যবস্থা যতোদিন পর্যন্ত না করা যাবে, ততোদিন নির্বাচন করে কোনো অর্থ হয় না।’

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘খবরের কাগজে পড়েছি নির্বাচন (সংসদ) আগে হতে পারে। সে জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকেই। আমরা বিভাগীয় সম্মেলন শুরু করেছি। ঢাকায় সম্মেলন করেছি। এরপর রংপুরে করবো, বরিশালে করবো, খুলনায় করবো। আমরা আগামী এক বছরের মধ্যে সমস্ত জেলাগুলোকে জাগিয়ে তুলবো। জাতীয় পার্টির সমস্ত কর্মীকে জাগিয়ে তুলবো। সবাইকে জাগিয়ে তুলবো। যখনই নির্বাচন হোক, কাল হোক, পরশু হোক, তিন বছর পর হোক, আমরা প্রস্তুত থাকবো, তোমরা প্রস্তুত থাকবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ আরো বলেন, ‘শক্তি অর্জন করো। একটা কথা মনে রাখবে দুর্বলের সঙ্গে কেউ হাত মিলায় না। দুর্বলের পাশে এসে কেউ দাঁড়ায় না।’

প্রসঙ্গত, দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ডিসেম্বর। ইতোমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া