adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আয়কর মেলার প্রথমদিনে সেবা নিলেন ৫৯,২৯২ জন

nbrনিজস্ব প্রতিবেদক : দেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে আয়কর মেলা। ২০১০ সালে শুরুর পর থেকে প্রতিবছরই ধারাবাহিকভাবে বেড়েছে আয়কর মেলায় সেবা গ্রহণকারীর সংখ্যা। এরই ধারাবাহিকতা দেখা যাচ্ছে চলতি বছরের আয়কর মেলাতেও।

মঙ্গলবার (১ নভেম্বর) শুরু হওয়া এবারের সপ্তাহব্যাপী মেলার প্রথমদিনেই সেবা নিয়েছেন ৫৯ হাজার ২৯২ জন। আগের বছর মেলার প্রথমদিন সেবা নিয়েছিলেন ৫৭ হাজার ৪৭ জন। অর্থাৎ এবারের মেলার প্রথমদিনে সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে (গত বছরের প্রথমদিনের তুলনায়) ২ হাজার ২৪৫ জন বা ৪ শতাংশ।

এবারের মেলার প্রথমদিন রিটার্ন দাখিল হয়েছে ১৬ হাজার ৮৬টি। অন্যদিকে, আয়কর আদায় হয়েছে ১৯১ কোটি ৪১ লাখ ৬৬ হাজার ৮১২ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪ হাজার ৮৭৫ জন।

আগের বছর মেলার প্রথমদিন রিটার্ন দাখিল হয়েছিল ১৪ হাজার ৯৯৮টি। আয়কার আদায় হয়েছিল ১৫৩ কোটি ২০ লাখ ১ হাজার ৯৬২ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছিলেন ২ হাজার ৭০৫ জন।

এবারের মেলার প্রথমদিনে রিটার্ন দাখিল বেড়েছে ১ হাজার ৮৮টি বা ৭.২৫ শতাংশ। আয়কর আদায় বেড়েছে ৩৮ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৮৫০ টাকা বা ২৪.৯৪ শতাংশ এবং নতুন ই-টিআইএন নেওয়ার সংখ্যা বেড়েছে ২ হাজার ১৭০টি বা ৮০.২২ শতাংশ।

ঢাকায় রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে এবারের মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

১ নভেম্বর মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আয়কর মেলার উদ্দেশ্য ছিল জনগণকে আয়কর দিতে উদ্বুদ্ধ করা এবং যারা আয়কর আদায় করেন তাদের এমনভাবে পরিবর্তন করা, যেন জনগণ মনে করে একটি সহায়ক সংস্থার কাচ্ছে যাচ্ছি। সেভাবে তারা আয়কর দিতে আসবে। আমার মনে হয় সে উদ্দেশ্য যথেষ্ট সফল হয়েছে। কারণ, নতুন করদাতার সংখ্যা বেশ বাড়ছে। যেখানে নতুন করদাতা সৃষ্টির লক্ষ্যমাত্র ৩ লাখ ছিল, ইতিমধ্যে তা সাড়ে ৩ লাখ হয়েছে। আমার ধারণা, অর্থবছর শেষে এটা ১০ লাখে পৌঁছেবে। আমরা একটি ভদ্র সংখায় পৌঁছব।’

অর্থমন্ত্রী আরো বলেছেন, ‘আমার কাছে খুব লজ্জ্বার ব্যাপার ছিল যে ১৬ কোটি মানুষের দেশে আয়কর দেয় মাত্র দেড় লাখ। সেই দেড় লাখ থেকে আমাদের উন্নতির প্রয়োজন আছে। সেই উন্নতির প্রয়োজনেই আমরা আয়কর দাতার সংখ্যা বাড়ানোর দিকে জোর দিচ্ছি এবং মনে হচ্ছে, এটা সাফল্যের মুখ দেখতে পাচ্ছে।এ বছরে হয়তো আমরা ২৫ লাখ করদাতা পেয়ে যাব। এটা বেশ গর্ভ করার বিষয়, যদিও আন্তর্জাতিকভাবে এটা গর্ভ করার কিছুই না। কিন্তু আমাদের দেশে খুব কম আয়কর আদায় হয়। কর প্রাপ্তি এবং সরকারি বাজেট অত্যান্ত ছোট। আমরা অন্য কোনো দেশের সঙ্গে এর তুলনা করতে পারব না। তবে এবার মনে হচ্ছে আমাদের আর দুই বছর আছে, সেই দুই বছরের মধ্যে লজ্জ্বাটা কাটিয়ে উঠতে পারব।’

মেলার দ্বিতীয় দিনের অনুষ্ঠানসূচি :

বুধবার (২ নভেম্বর) বিকেলে আয়কর মেলার দ্বিতীয় দিন মেলা প্রাঙ্গণে ‘ট্যাক্স ক্যালকুলেটর’ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে ট্যাক্স ক্যালকুলেটর এর উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদার।

এ ছাড়া দুপুর ২টায় মেলা প্রাঙ্গণে প্রথমবারের মতো কর শিক্ষণ ফোরামের রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2016
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া