adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শোয়েব চাইছেন না পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরুক

soabস্পাের্টস ডেস্ক : কদিন আগে কী ভয়াবহ হামলাই না হলো পাকিস্তানে। কোয়েটায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের সেই সন্ত্রাসী হামলায় ৬২ জন পুলিশ ক্যাডেট আর দুজন সেনাকর্মী নিহত হয়েছেন। ১৭০ জন আহত। এই যখন দেশের পরিস্থিতি, সেখানে উটপাখি হতে চান না শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই গতিতারকা বলেছেন, তাড়াহুড়ো করে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টা যেন না করা হয়। এতে হিতে বিপরীতই হবে।
জিয়ো নিউজকে শোয়েব বলেছেন, ‘যতক্ষণ না নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমাদের বিদেশি দলগুলোকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি নেওয়া উচিত হবে না। এখনকার পরিস্থিতি যা, তাতে আমাদের ধৈর্য ধরতেই হবে। আমি নিশ্চিত পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবেই। তবে আরও সময় লাগবে।’
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সেই সন্ত্রাসী হামলার পর পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিতপ্রায়। এর মধ্যে জিম্বাবুয়ে-কেনিয়ার মতো ছোট দলগুলোকে এনে খেলিয়েছে বটে, কিন্তু দেশটিতে আর কেউ সফর করতে রাজি হয়নি। সংযুক্ত আরব আমিরাতকে তাই নিজেদের নতুন ঘর বানিয়ে নিয়েছে পাকিস্তান।
এমনকি পিসিবির টি-টোয়েন্টি লিগ পিএসএলও সেখানে হয়। ২০১৭ সালের দ্বিতীয় আসরটিও সেখানে হবে। তবে পিসিবির প্রধান নজম শেঠি চাইছেন, পিএসএলের ফাইনালটি যেন অন্তত পাকিস্তানে করা যায়। লাহোরে ম্যাচটি আয়োজনের ইচ্ছা তাঁর।
শেঠি এও বলেছেন, অন্তত দুবার পিসিবি আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পাকিস্তান সফর করাতে রাজি করিয়ে ফেলেছিলেন। কিন্তু যতবারই দলগুলো হ্যাঁ বলে, এর কদিনের মধ্যেই পাকিস্তানে এমন কিছু ঘটে, আবার সব ভেস্তে যায়। বিশেষ করে দেশটির জাতীয় সংসদের কমিটি পিসিবির কাছে জানতে চেয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে বোর্ড কী করছে। এর উত্তরেই শেঠি এসব কথা বলেছেন। কিন্তু শোয়েব মনে করেন, জোর করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। সূত্র: পিটিআই।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া