adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরুল বললেন – সুষ্ঠু নির্বাচন করতে আলোচনার বিকল্প নেই

fakrul-newsনিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই একটি সঠিক পথ বের করতে হবে। আলোচনার মাধ্যমে একটি সমঝোতামূলক পথ বের না করলে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হবে না।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বাংলাদেশে যদি জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে হয় তাহলে অবশ্যই আলাপ-আলোচনার মধ্যে দিয়ে একটি সঠিক পথ বের করতে হবে। যে পথের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং কোনো দলীয় প্রভাব ছাড়াই একটি নির্বাচন করা সম্ভব হবে।’

যথাসময়ে আগামী নির্বাচন হবে এবং এ ব্যাপারে বিএনপির সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নতুন নির্বাচিত হয়েছেন। তার উদ্যম বেশি থাকার কথা, আর সে কারণেই তিনি আগাম এ কথা বলেছেন।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখেছি ২০১৪ সালের আগেও তারা বলেছে বিএনপির সঙ্গে কোনো আলোচনা করা হবে না। কিন্তু পরবর্তীতে তারাই আলোচনার জন্য বিএনপিকে ডেকেছেন। আসলে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে, তাহলে সকল রাজনৈতিক দলগুলের সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই।’

ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের যে দোদুল্যমানতা স্ববিরোধীতা, আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যে স্ববিরোধিতার মাধ্যমেই প্রমাণ করে, দেশে আইনের শাসন নেই। এখানে আমরা (বিএনপি) বরাবরই যে কথাটি বলে এসেছি এই সরকার নিজেরাই সন্ত্রাস সৃষ্টি করে। সেই সন্ত্রাসের মধ্য দিয়ে বিরোধীদলকে দমন করতে চায়।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, যুবদল নেতা রফিকুল আলম মজনু, এস এম জাহাঙ্গীর প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া