adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘দেশে জঙ্গিবাদ ব্যবহার করে অপরাজনীতি চলছে’

fakhruljugantor_7188_28783_1477487163নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন জঙ্গি দমন নয় বরং জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপরাজনীতি চলছে।

তিনি বলেন, দেশে আইনের শাসন তিরোহিত হয়েছে বলেই মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। ন্যায় বিচার ভুলুণ্ঠিত হয়েছে বলেই নির্দোষরা সাজা পাচ্ছে, দোষীরা পার পেয়ে যাচ্ছে।

২৬ অক্টােবর বুধবার দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল আরও বলেন, তাভেল্লা হত্যা ঘটনা সম্পর্কে র‌্যাবের মহাপরিচালক সম্প্রতি তার বক্তব্যে নব্য জেএমবিদের সম্পৃক্ততার কথা বলেছেন। সরকারের বিভিন্ন এজেন্সি এ বিষয়ে স্ববিরোধী বক্তব্য প্রদান করছে। যা পুরো ঘটনাকেই অস্পষ্ট করে তুলেছে।

মির্জা ফখরুল বলেন, দেশকে বিরোধী দলশূন্য করতেই প্রকৃত অপরাধীদের আড়াল করে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডের মামলা দিয়ে পর্যুদস্ত করা হচ্ছে।

ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি নেতা এম কাইয়ুমকে জড়ানো হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, তাভেল্লা হত্যা ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না করে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশে এম এ কাইয়ুমের মতো একজন জনপ্রিয় নেতাকে এ হত্যা মামলায় জড়ানো হয়েছে। যার মূল লক্ষ্য হচ্ছে-তদন্তে প্রকৃত হত্যাকারীদের এড়িয়ে যাওয়া।

কাইয়ুমসহ অন্যান্য নেতার বিরুদ্ধে তড়িঘড়ি বিচারকার্জ সম্পন্ন করতে অভিযোগ গঠনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, ‘আমরা দাবি করছি-কাইয়ুম এবং তার ভাই এম এ মতিনকে এই অভিযোগ থেকে মুক্তি দিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া