adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সব মানুষ সোনার বাংলায় নিজের পায়ে দাঁড়াবেন: জয়

joyডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ে তোলার। সোনার বাংলার প্রকৃত অর্থ হলো, বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ নিজের পায়ে দাঁড়াবেন। অন্য কোনো জাতির ওপর তাদের নির্ভরশীল হতে হবে না।
আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী বাংলার মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, সে লক্ষ্যে শিক্ষা ও প্রশিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।'

২৪ অক্টােবর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিরাজগঞ্জের রায়গঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য নবনির্মিত 'আইটি-কাম-কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি মানুষকে প্রশিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'নবনির্মিত এ প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা প্রশিক্ষিত হয়ে নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হবে।'

জয় বলেন, 'প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পার্বত্য চট্টগ্রামের বাইরে বাংলাদেশের অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে যে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে তারই আওতায় রায়গঞ্জে এ প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে। এখানে প্রশিক্ষণ নিয়ে সবাই আয় বাড়ানোর মাধ্যমে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।'

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী; ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের আমবাগান এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবীর বিন আনোয়ার, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল আখতার, পৌর মেয়র আবদুল্লাহ আল পাঠান প্রমুখ।

২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে আইটি-কাম-কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনটি নির্মিত হয়। এর মাধ্যমে রায়গঞ্জ, তাড়াশ, কামারখন্দ, শেরপুর ও গুরুদাসপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপকৃত হবেন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া