adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়া জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায়

a-a-aনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে এলএনজি, এলএনজি টার্মিনাল নির্মাণসহ অবকাঠামো উন্নয়নে অস্ট্রেলিয়া ও দেশটির বিভিন্ন কোম্পানি কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন সেখানকার হাইকমিশনার মিজ জুলিয়া নিবলেট।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়স্থ বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান অস্ট্রেলিয়ান হাইকমিশনার।

এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

অস্ট্রেলিয়ান হাইকমিশনার জানান, আস্ট্রেলিয়ার স্বনামধন্য কিছু কোম্পানি নভেম্বর মাসে বাংলাদেশে আসবে। এ সময় প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।’

প্রতিমন্ত্রী হাইকমিশনারকে বলেন, পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় করে আমরা উভয় দেশ লাভবান হতে পারি। বাংলাদেশের বিদ্যুত প্রয়োজন এবং তা অর্জনে অস্ট্রেলিয়াসহ উন্নত দেশের প্রযুক্তি, অভিজ্ঞতা, বিশেষজ্ঞ সহায়তা কাজে লাগাতে চাই। এ সময় তারা বিদ্যুত ও জ্বালানি খাতের বিভিন্ন বিষয়ে সহযোগিতাসহ এলএনজি, এলএনজি টার্মিনাল, আঞ্চলিক সহযোগিতা, বিনিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, আগামীতে বাংলাদেশের দৈনিক ৩৫০০ মিলিয়ন ঘনফুট এলএনজি লাগবে। আমরা উপযুক্ত বাজার খুঁজছি। বিদ্যুত উতপাদনে কয়লাকে অন্যতম জ্বালানি ধরা হয়েছে। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ হতে কয়লা আনার প্রক্রিয়া চলছে। তিনি জনসম্পদ উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা চান।

এ সময় অন্যান্যের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2016
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া